ডিসেম্বরে শূন্য ছুঁইছুঁই শীত। দূরে কুয়াশা ঘেরা জঙ্গল। আর বারান্দায় বসে ফার্স্ট ফ্লাশের চায়ে শীতার্ত চুমুক। সামনেই পাকদণ্ডী বেয়ে দৌড়ে যাচ্ছে খোদ ব্রিটেনে তৈরি গর্বের ল্যান্ডরোভার।
পঞ্চাশের দশকে দার্জিিলঙের ওই ল্যান্ডরোভারগুলির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। মিশে আছে আভিজাত্যের গন্ধ। সিংগালিলা ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে,
ল্যান্ডরোভারে টাইম মেশিন
- ১৯৫৪ সাল নাগাদ দার্জিলিঙে আমদানি করা হয় ওই গাড়িগুলি
advertisement
- এখনও পর্যন্ত মোট ৪২ ল্যান্ডরোভার রয়েছে শৈলশহরে
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের রোভার মোটর কোম্পানি ওই গাড়িগুলি তৈরি করে
- দার্জিলিঙের ল্যান্ডরোভারগুলি সিরিজ ১, সিরিজ ২-এর মতো বিরল ক্যাটেগরির
- বর্তমানে আন্তর্জাতিক বাজারে ওই গাড়িগুলির মূল্য ২০ লক্ষ টাকা
ডিসেম্বরে তিস্তা-রঙ্গিত টুরিজম ফেস্টিভ্যালে সেই ফেলে আসা দিনের স্বাদই দিতে চলেছেন উদ্যোক্তারা। যেখানে টাইমমেশিনে চড়ে পঞ্চাশের দশকের কোনও এক সময়ে ফিরে যেতে পারেন আপনি। আগামী ২৮ ডিসেম্বর মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত চলবে ওই র্যালি। ব্রিটেন থেকে আমদানি করা ল্যান্ডরোভারগুলি সেদিন দাপিয়ে বেড়াবে পাহাড়ের পাকদণ্ডী।
স্বপ্নের ওই দৌড়ে, ঐতিহ্যের ল্যান্ডরোভারে সওয়ার হতে পারেন আপনিও। একদম নিখরচায়। সামনেই লম্বা সফর। বয়স সাত দশকেরও বেশি। তাতে কী ! সময়কে ফের একবার হার মানাতে প্রস্তুতি নিচ্ছে দার্জিলিঙের ল্যান্ডরোভার।