জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর বছর শেষের রাতে বাগডোগরা পুটিমারিতে পিকনিক চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন নিখিল লোহার ও পিকনিক দলের কয়েকজন যুবক। অভিযোগ উঠে, বচসার মাঝেই নিখিলকে বেধরক মারধর করে অভিযুক্তরা। এমনকি মারধরের জেরে বুকের হাড় ভেঙে যায় যুবকের। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিখিল লোহারের।
advertisement
এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী অষ্টমী লোহার। ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে বাগডোগরা থানার পুলিশ। সোমবার রাতে বাগডোগরা তারবান্দা এলাকা থেকে বিট্টু ও নিতেশকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
