আরও পড়ুনঃ ফর্সা নয় বলে ১০০০টা রিজেকশন! মাঝরাতে একটা ফোন বদলে দেয় জীবন! বর্তমানে তাবড় সুপারস্টারের বউ…
আজ, বৃহস্পতিবার কার্শিয়ং স্টেশনে তার সূচনা করেন এনএফ রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। যা পর্যটকদের কাছে স্বাধীনতার পর নতুন আকর্ষণ! তিনি জানান, যাত্রী পরিষেবার সুরক্ষার কথা মাথায় রেখে। রেল ট্র্যাকের উন্নত সংস্কার করার কাজ শুরু হয়েছে। সামনেই পর্যটন মরসুম। সেকথা মাথায় রেখে আয় বাড়াতে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ ভায়া ঘুম স্টেশনের মধ্যেন্সটিম ইঞ্জিন চালিত “জয় রাইডের” সংখ্যা বাড়ানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
পাশাপাশি আয় বাড়াতে আগে হেরিটেজ টয়ট্রেনের কামরার গায়ে বিজ্ঞাপন দেখা দিত্ম নতুন করে আর আ নেওয়া হবে না। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত থাকবে। এতে হেরিটেজ তকমা অটুট থাকবে বলে জানান ডি আর এম। প্রসঙ্গত এমনই একটি টার্ণ টেবিল দার্জিলিং স্টেশনেও অকেজো হয়ে পড়ে রয়েছে।