TRENDING:

Darjeeling Tourism: খুলেছে হিলকার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোড, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা দার্জিলিংয়ের

Last Updated:

সিকিম থেকে কালিম্পং-লাভা-লোলেগাঁও হয়ে শিলিগুড়ি নামার বিকল্প রাস্তা খোলা রয়েছে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর তরফে জানানো হয়েছে, মিরিক ব্লক ও বিজনবাড়ি ব্লকের একাধিক রাস্তায় সংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বর্ষণ ও ধসের জেরে গত কয়েকদিন ধরে দার্জিলিংয়ের সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বহু রাস্তা, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে বেশ কিছু রাস্তায় সংস্কারের কাজ শেষ করে গাড়ি চলাচল আংশিকভাবে শুরু হয়েছে। বর্তমানে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার প্রধান দু’টি রাস্তা হিলকার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোড খোলা রয়েছে। পর্যটকদের জন্য হিলকার্ট রোড দিয়ে তিনধারিয়া হয়ে সুকনার দিকে নামার অনুমতি দেওয়া হয়েছে।
* স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা দার্জিলিংয়ের
* স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা দার্জিলিংয়ের
advertisement

একাধিক জায়গায় ধস সরিয়ে রাস্তার কাজ করছে পূর্ত দফতর। বহু জায়গায় কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, দীপাবলির উৎসবের মধ্যেই একাধিক রাস্তা যান চলাচলের উপযুক্ত হয়ে যাবে। ফলে পর্যটকদের যাতায়াতে সুবিধা হবে অনেকটাই। মিরিকের দিকে যাওয়ার দুধিয়া সেতুটি ভেঙে যাওয়ায় সেখানে যান চলাচল আপাতত বন্ধ। সেখানে একটি অস্থায়ী বেলি ব্রিজ তৈরির পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে। রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য মুখ্যমন্ত্রীকে জানান, আগামী ৬-৭ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে।

advertisement

সিকিম থেকে কালিম্পং-লাভা-লোলেগাঁও হয়ে শিলিগুড়ি নামার বিকল্প রাস্তা খোলা রয়েছে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর তরফে জানানো হয়েছে, মিরিক ব্লক ও বিজনবাড়ি ব্লকের একাধিক রাস্তায় সংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সুখিয়োপোখরিতে সোনাদা থেকে মুনদা যাওয়ার রাস্তা ও মিলিং রোডও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গরুবাথান, লাভা ও কালিম্পংয়ের ছোট রাস্তাগুলিতে কাজ এখনও চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!
আরও দেখুন

দার্জিলিং-এর সাধারণ মানুষ এখন এই একটাই আশাতেই বুক বেঁধে আছে, প্রকৃতি যেন আবার হাসে, আর পাহাড় ফের নিজের ছন্দ যেন ফিরে পায়। হোটেল ও গাড়ি অ্যাসোসিয়েশনের সদস্যরা অবশ্য জানাচ্ছেন, ধীরে ধীরে বুকিং স্বাভাবিক হচ্ছে। বিভিন্ন প্রিমিয়াম হোটেলেও বুকিং ওপেন রয়েছে। সেখানেও সাড়া মিলছে। পর্যটকদের আনাগোনা হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি পাহাড়ের ব্যবসায়ীরা। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভীষণ খুশি হয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Tourism: খুলেছে হিলকার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোড, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা দার্জিলিংয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল