TRENDING:

Darjeeling News: মাদক সহ ছাত্র নেতা গ্রেফতার! হাতবদল করার আগেই হাতেনাতে ধরল এস‌এসবি, কঠোর শাস্তির দাবি বিজেপির

Last Updated:

Darjeeling News: মাদক পাচারের আগেই হাতেনাতে ধরা পড়লেন ছাত্র নেতা। ইতিমধ্যেই ধৃতের রাজনৈতিক যোগ সামনে এসেছে। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ধৃতের কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ মাদক সহ গ্রেফতার তৃণমূলের ছাত্র নেতা। খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফ্লাইওভারে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম সুরজিৎ সাহা। মাদক হাতবদল করার অপেক্ষা করার সময় তাঁকে হাতেনাতে ধরে এস‌এসবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১০২ গ্রাম মরফিন।
ধৃত ছাত্র নেতা
ধৃত ছাত্র নেতা
advertisement

জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় এস‌এসবি। হাতেনাতে ওই ছাত্র নেতাকে ধরেন তাঁরা। উদ্ধার হয় ১০২ গ্রাম মরফিন। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে খবর। পরবর্তীতে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাতেই ঢুকছে বড় বড় লরি, বিস্ফোরক দাবি পঞ্চায়েত সদস্যের

advertisement

এদিকে ধৃত সুরজিৎ সাহা নকশালবাড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। কলেজে পড়াশোনা শেষ হলেও শাসকদলের একাধিক কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
কু-ঝিকঝিক...! 'গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস' ট্রেনে ক্লাস,খুশিতে ডগমগ পড়ুয়াদের উপচে পড়া ভিড়
আরও দেখুন

এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মত, দলের কেউ নয়, ব্যক্তিগত জীবনে কে কী করে সেটা জানা নেই। তবে দলীয় পতাকা দেখা গিয়েছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বালি মাফিয়া থেকে মাদক পাচারে তৃণমূল জড়িত, এরা স্কুলে কলেজে এই কাজ করবে, দাবি তুলে কঠোর শাস্তির দাবি করেছে বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: মাদক সহ ছাত্র নেতা গ্রেফতার! হাতবদল করার আগেই হাতেনাতে ধরল এস‌এসবি, কঠোর শাস্তির দাবি বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল