জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় এসএসবি। হাতেনাতে ওই ছাত্র নেতাকে ধরেন তাঁরা। উদ্ধার হয় ১০২ গ্রাম মরফিন। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে খবর। পরবর্তীতে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
advertisement
এদিকে ধৃত সুরজিৎ সাহা নকশালবাড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। কলেজে পড়াশোনা শেষ হলেও শাসকদলের একাধিক কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মত, দলের কেউ নয়, ব্যক্তিগত জীবনে কে কী করে সেটা জানা নেই। তবে দলীয় পতাকা দেখা গিয়েছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বালি মাফিয়া থেকে মাদক পাচারে তৃণমূল জড়িত, এরা স্কুলে কলেজে এই কাজ করবে, দাবি তুলে কঠোর শাস্তির দাবি করেছে বিজেপি।
