রবিবার রাতে গাড়িটি খাদে পড়ে গেলেও এ দিন সকালেই দুর্ঘটনার কথা জানতে পারেন স্থানীয়রা৷ কারণ, রাতে শুনাশান পাহাড়ি এলাকায় গাড়িটি যে খাদে পড়ে গিয়েছে তা জানতেই পারেননি কেউ৷ এ দিন সকালে গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখার পড়েই শুরু হয় উদ্ধারকাজ৷
জানা গিয়েছে, মৃত তিনজনের নাম বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং৷ মৃত বিগেন ভুজেল স্থানীয় পঞ্চায়েত সদস্য৷ তিনি বিজিপিএম দলের সদস্য ছিলেন।
advertisement
দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷ তবে তিন যাত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় গাড়ি চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাঁকে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কার্শিয়ং থানার পুলিশ৷ কিছুটা সুস্থ হলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
