প্রয়াত সুবাস ঘিসিংয়ের পুত্র মন ও অজয় দুই বন্ধু। কিন্তু সুর কাটে গত বিধানসভা নির্বাচনে দার্জিলিং আসনের টিকিট পাওয়া নিয়ে। অন্যতম দাবীদার ছিলেন অজয় এডওয়ার্ড। কিন্তু নীরজ জিম্বার ওপরই আস্থা রাখেন মন ঘিসিং। প্রার্থীর নাম ঘোষণার পর অজয় অনুগামীরা বিক্ষোভও দেখায়। পরবর্তীতে সাংসদ রাজু বিস্তের মধ্যস্থতায় বিরোধ মিটলেও ক্ষত সারেনি। ক্রমেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অজয়ের। মূলত দলের সভাপতি মন ঘিসিংয়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছন এডওয়ার্ড।
advertisement
দার্জিলিংয়ের মতো প্রভাব অবশ্য পাহাড়ের অন্যত্র এখনও পড়েনি। কার্শিয়ং, মিরিক, কালিম্পংয়ে এখনও অটুটু মন ঘিসিংয়ের দূর্গ। রাজনৈতিক মহলের ধারনা, অজয় পাহাড়ে ফিরলে দল ছাড়ার সংখ্যাটা আরও বাড়বে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত জিএনএলএফ শিবির কোনও প্রতিক্রিয়া জানায়নি।
তাহলে এ বারে কোন পথে অজয় এডওয়ার্ড? সূত্রের খবর আলাদা মঞ্চই গড়ছেন অজয়। পাহাড়ের বিভিন্ন ইস্যু নিয়েই পথে নামবেন। তবে বিমল বা অনীত শিবিরের দিকে ঝুঁকছেন না। আলাদা মঞ্চ গড়ে অনীত থাপার নতুন দলকেই সমর্থন জানাতে পারেন এডওয়ার্ডরা। সেক্ষেত্রে পাহাড়ে বিজেপি বিরোধী শিবিরের সংখ্যা বাড়বে। বিনয় তামাং যেখানে স্পষ্ট করে বলেছেন, পৃথক মঞ্চ গড়লেও গুরুংকেই সমর্থন জানাবেন, এবং বিভিন্ন ইস্যুতে এক হয়ে কাজ করবেন। সেক্ষেত্রে অজয় এবং তাঁর অনুগামীরা অনীত শিবিরের পাশে দাঁড়ালে লড়াই জমবে পাহাড়ে।
Partha Sarkar