শিলিগুড়ির মাটিগাড়ায় উত্তরবঙ্গের জন্য কোভিড ১৯ স্পেশাল হাসপাতাল করা হয়েছে। সেখানেই করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা চলছে। পাশাপাশি কোয়ারান্টাইন সেন্টারও চালু করা হয়েছে। উত্তরবঙ্গেও একাধিক কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে। কেননা গতকালই মুখ্যমন্ত্রী রাজ্যে হটস্পট ও ক্লাস্টার জেলার নামের তালিকা ঘোষণা করেছেন। যার মধ্যে রয়েছে দার্জিলিং জেলাও। আর তাই পাহাড়ে একাধীক কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। আজ আরো একটি কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। দার্জিলিংয়ের নিমিকিডারায় টিবি হাসপাতালে আজ থেকে চালু করা হল কোয়ারান্টাইন সেন্টার। এই টিবি হাসপাতালে ২৫ বেডের কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। এই সেন্টারের দায়িত্বে থাকছেন একজন চিকিৎসক এবং ৬ জন নার্স। আজ সেখানে যান গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। তিনি আজ সেন্টারের কাজকর্ম খতিয়ে দেখেন। এই কোয়ারান্টাইন সেন্টারে ১০ টি N 95 মাস্ক এবং ১০টি পিপিই কিটসও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের মংপু, জামুনি, পোখরিবংয়েও কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে। পোখরিবংয়ে চিকিৎসক এবং নার্স দ্রুত পাঠানো হচ্ছে বলে জানান বিনয় তামাং। সবমিলিয়ে করোনা মোকাবিলায় তৈরী পাহাড়ও। কেননা কালিম্পং জেলাতেও একাধীক কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে। সমতলের শিলিগুড়িতেও একাধীক কোয়ারান্টাইন এবং আইশোলেশন সেন্টার চালু করা হয়েছে।
advertisement
PARTHA PRATIM SARKAR