পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী কামার গ্ৰাম থেকে ব্রাউন সুগার নিয়ে ডেলিভারির ছক কষেছিলেন ধৃত যুবক। সেই মতো মালদহ থেকে ট্রেনে করে এসে নকশালবাড়ি স্টেশন লাগোয়া পুরনো পেট্রোল পাম্প এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। তবে মাদক হাতবদল করার আগেই তাঁকে পাকড়াও করল পুলিশ।
আরও পড়ুনঃ কনকনে ঠান্ডার মাঝেই ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, কী হতে চলেছে উত্তরবঙ্গে জানিয়ে দিল আবহাওয়া দফতর
advertisement
যুবকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালিয়ে যুবকের হেফাজত থেকে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে মাদক কারবারের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত যুবকের নাম রমজান আলি ওরফে আব্বাস। তিনি মালদহের অতিসক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে কোথায় ডেলিভারির ছক ছিল, আর কারা কারা জড়িত- এসবের তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। জানা যাচ্ছে, তাঁর হেফাজত থেকে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।
