TRENDING:

দার্জিলিং মেলের রুট বদল, এবার আরও তাড়াতাড়ি পৌঁছনো যাবে পাহাড়ে !

Last Updated:

বড়দিনের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান ? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে হাজির রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: বড়দিনের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান ? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে হাজির রেল। রুট বদল হওয়ায় দার্জিলিং মেলের যাত্রাপথ এবার বেশ কিছুটা কমে যাচ্ছে। নতুন রুটে প্রায় দেড়ঘণ্টা আগেই পৌঁছনো যাবে নিউ জলপাইগুড়িতে। সব জটিলতা কাটিয়ে ডিসেম্বরের শেষেই খুলে যাচ্ছে নতুন রুট। ভ্রমণপ্রেমীদের জন্য যা অবশ্যই সুখবর ।
advertisement

আরও কাছে তাই আসছে পাহাড়। আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে শৈলশহরের কোলে। সৌজন্যে ভারতীয় রেল। খুব তাড়াতাড়ি নতুন রুটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দার্জিলিং মেল। যাত্রাপথ আগের থেকে কমে যাওয়ায় সফরের সময় কমছে অনেকটাই।

মুর্শিদাবাদ থেকে মালদা সংযোগকারী রাস্তার সমস্যাতেই এতদিন আটকে ছিল নতুন রুটের কাজ। জটিলতা ছিল অন্য জায়গাতেও।

সমস্যা মেটাতে আজিমগঞ্জে সংযোগকারী সেতু তৈরি করা হয়

advertisement

৩.১ কিলোমিটার লম্বা সেতুর কাজ শেষ

সেতু বরাবর অ্যাপ্রোচ রোড তৈরিতে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়

সেই সমস্যা মিটে যাওয়ায় খুলে যাচ্ছে নতুন রুট 

রুট বদল যাওয়ায় পর্যটকদের পাশাপাশি আরও কয়েকটি সুবিধার আশায় রেলকর্তারা।

বিকল্প রুট থাকায় অনেক সমস্যা এড়ানো যাবে

advertisement

অনেক বেশি মানুষ এর ফলে রেল পরিষেবার সুযোগ পাবেন

পণ্য পরিবহণ ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন

যাত্রা পথ কমায় ট্রেনের খরচ কমবে

ভবিষ্যতে সেই অনুপাতে ভাড়া কমারও সম্ভাবনা

দার্জিলিং মেলের রুটবদলের কথা একবছর আগেই জানিয়েছিল পূর্ব রেল। সেই সময়ে ২০১৭ এর ডিসেম্বরের মধ্যেই নতুন রুট চালুর কথা জানানো হয়। সেই সময়সীমা মেনেই নতুন দৃষ্টান্ত তৈরি করল পূর্ব রেল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দার্জিলিং মেলের রুট বদল, এবার আরও তাড়াতাড়ি পৌঁছনো যাবে পাহাড়ে !