শীতের পাহাড়ি রাস্তায় খেলা করছে রোদ আর ছায়া। রাস্তা বেঁকেছে নিজের খেয়ালে। স্বপ্নের গন্ধমাখা সেই রাস্তায় দাপিয়ে বেড়াল সারি সারি গাড়ি। ঐতিহ্যের দার্জিলিঙে হেরিটেজ ল্যান্ডরোভার র্যালি। আয়োজন করেছিল সিংগালিলা ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন।
পর্যটকদের পাহাড়মুখী করতে দার্জিলিঙে শুরু হয়েছে তিস্তা রঙ্গিত পর্যটন উৎসব। উৎসবকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে জিটিএ। উৎসবের দ্বিতীয় দ্বিনে পর্যটকদের নিয়ে ছুটল বিয়াল্লিশটি ল্যান্ডরোভার। মানেভঞ্জন থেকে ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত সাতাশ কিলোমিটার নিখরচায় র্যালিতে অংশ নিলেন পর্যটকরা। একইসঙ্গে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত ছুটল টয়ট্রেনও। টয়ট্রেনে আবার সাংস্কৃতিক উৎসব। আপ্লুত পর্যটকরা।
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তৈরি হওয়া গাড়ি। ল্যান্ডরোভারের পরতে পরতে জড়িয়ে ইতিহাস আর আভিজাত্য। কুয়াশা ঘেরা রাস্তায় রোদমাখা ভ্রমণে ল্যান্ডরোভার র্যালি পর্যটকদের স্মৃতির পাতা যেন আরও রঙিন করল।