TRENDING:

Darjeeling Fire: ফিরল হলং বাংলোর স্মৃতি, দার্জিলিঙে দাউদাউ করে জ্বলল বন দফতরের কাঠের কোয়ার্টার

Last Updated:

দার্জিলিঙে বন দফতরের আবাসনে আগুন। কাঠের তৈরি আবাসনে দ্রুত আগুন ছড়ায়। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২টি এঞ্জিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: দার্জিলিঙে বন দফতরের আবাসনে আগুন। কাঠের তৈরি আবাসনে দ্রুত আগুন ছড়ায়। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২টি এঞ্জিন।
দার্জিলিঙে বন দফতরের আবাসনে আগুন। কাঠের তৈরি আবাসনে দ্রুত আগুন ছড়ায়। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে।আগুন নিয়ন্ত্রণে দমকলের ২টি এঞ্জিন।
দার্জিলিঙে বন দফতরের আবাসনে আগুন। কাঠের তৈরি আবাসনে দ্রুত আগুন ছড়ায়। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে।আগুন নিয়ন্ত্রণে দমকলের ২টি এঞ্জিন।
advertisement

শৈলশহরে বন দফতরের কাঠের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কাঠের তৈরি কোয়ার্টার, ফলে লেলিহান আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, হওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কোয়ার্টার। জানা যায়, বন দফতরের আবাসনে পাঁচটি পরিবার থাকত। তাঁদের অন্যত্র সরানো হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

দার্জিলিঙে বন দফতরের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ফিরালো হলং বাংলোর স্মৃতি। গত বছর জুন মাসে আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে আগুন লাগে। আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ধারণা ছিল, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড।  রাত সওয়া ৯টা নাগাদ আগুন ধরে যায় ঐতিহাসিক ওই বনবাংলোটিতে। কাঠের ঘর অল্প সময়ে দাউদাউ করে জ্বলতে থাকে। বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাঠের তৈরি গোটা বাংলোটিই ভস্মীভূত হয়ে যায়। ১৯৬৭ সালে তৈরি এই বনবাংলোটি রাজ্য বন দফতরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Fire: ফিরল হলং বাংলোর স্মৃতি, দার্জিলিঙে দাউদাউ করে জ্বলল বন দফতরের কাঠের কোয়ার্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল