TRENDING:

পাহাড়ে কোণঠাসা বিমল গুরুঙের হয়ে মুখ খুলে চাপে দার্জিলিঙের বিজেপি সাংসদ

Last Updated:

বিমল গুরুঙকে হত্যার চক্রান্ত চলছে। আলুওয়ালিয়ার এই অভিযোগের পরই তোপ বিনয় তামাঙের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: পাহাড়ে কোণঠাসা বিমল গুরুঙের হয়ে মুখ খুলে চাপে দার্জিলিঙের বিজেপি সাংসদ। বিমল গুরুঙকে হত্যার চক্রান্ত চলছে। আলুওয়ালিয়ার এই অভিযোগের পরই তোপ বিনয় তামাঙের। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি-মোর্চা জোটের সম্ভাবনাও নেই। তাও স্পষ্ট করলেন বিনয়।
advertisement

কোণঠাসা গুরুঙের পাশে দাঁড়াতে গিয়ে নিজের অবস্থানই নড়বড়ে করে ফেললেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। যাদের সাহায্যে ভোটে জিতেছিলেন, বেফাঁস মন্তব্যে সেই গোর্খা জনমুক্তি মোর্চারই চ্যালেঞ্জের সামনে আলুওয়ালিয়া।

গত ১০ মাসে অনেক ঘটনা পাহাড়ে। বিক্ষোভ - টানা বনধ- সংঘর্ষ - একের পর এক মৃত্যুর ঘটনা। সেসময়ই একবারও পাহাড়ে দেখা যায়নি বিজেপি সাংসদকে। নিখোঁজ আলুওয়ালিয়ার সন্ধানে পোস্টারও পড়ে পাহাড়ে। সাংসদের উপর পাহাড়বাসী বিশ্বাস হারিয়েছেন বলেই অভিযোগ বিনয়ের। আর তাই বিজেপির সঙ্গে জোট নিয়েও কড়া অবস্থান মোর্চার।

advertisement

মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের উদ্যোগে শান্তি ফিরেছে পাহাড়ে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলার সময় বারবারই গুরঙের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

চলতি মাসে পাহাড় সফরে মুখ্যমন্ত্রীকে ঘিরে স্বতঃস্ফূর্ত উচ্ছাস দেখা গেছে। অশান্তি, হিংসা কাটিয়ে পাহাড়বাসীরা ক্রমশই দূরে সরিয়েছেন বিমল গুরুঙকে। এবার নিজের গড়েই অপ্রাসঙ্গিক হয়ে পড়া গুরুঙকে সমর্থন করতে গিয়ে একই হাল পাহাড়ের বিজেপি সাংসদেরও।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে কোণঠাসা বিমল গুরুঙের হয়ে মুখ খুলে চাপে দার্জিলিঙের বিজেপি সাংসদ