বাঁধ ভাঙনের ফলে জলের তলে তলিয়ে গিয়েছে মাঠের ফসল। ভাঙনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল-সহ সেচ দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
advertisement
প্রসঙ্গত, গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ঝারতলা এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে। হু হু করে লোকালয়ে ঢুকতে শুরু করে নদীর জল। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ডুবে যায় মাঠের ফসল।
আরও পড়ুনঃ চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা! পঞ্চায়েতের সাহায্য না পেয়ে গ্রামবাসীরা শেষমেশ যা করলেন
বাঁধ ভাঙনের ঘটনা সামনে আসতেই প্রশাসনকে দায়ী করছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতিবছর দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। এই বছরও সেই একই ঘটনা। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।