স্থানীয় বাসিন্দা তথা ফ্ল্যাটের মালিক সুবীর মণ্ডলের কথায়, ‘দু’মাস আগে নিজেদের সবজি ব্যবসায়ী পরিচয়ে চুক্তি করে ফ্ল্যাট ভাড়া নেয় কোচবিহার জেলার ফুলবাড়ির বাসিন্দা রঞ্জন সরকার এবং তাঁর স্ত্রী জয়া সরকার। লোকজন আনাগোনা নিয়ে এরা আত্মীয় বলে জানাতো৷ এমন কাজ চলছে ঘুণাক্ষরে টের পেলে অনেক আগেই এদের পুলিশের হাতে তুলে দিতাম।’
advertisement
আরও পড়ুন: ২০২৫ সালের CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু? ঘোষিত সূচি
এদিন পুলিশ হানার সময় ভাড়াটে দম্পতি ছাড়াও এক যুবক এবং তিন যুবতী আটক হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেহ ব্যবসার জন্যে জড়ো হওয়া তিন যুবতীর মধ্যে একজন অসম, বাকি দুজন কোচবিহার জেলার বাসিন্দা বলে প্রাথমিক জেরায় জানা গেছে। তবে জনবসতি পূর্ণ এলাকায় এভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে কীভাবে এই কারবার চলছিল তা নিয়ে প্রতিবেশীরাও অবাক বলে জানিয়েছে। বহুতলের নীচে দোকান চালানো বাবন ঘোষ জানান, আশেপাশে ব্যাঙ্ক থেকে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনবর বহু মানুষের আনাগোনা। তবে এভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কাজ চলছিল তা আমরাও টের পাইনি।