তৃণমূল ও বিজেপিকে হারাতে কথা ছিল একসঙ্গে লড়াই করার। রবিবার বাগডোগরায় এই নিয়ে বৈঠকেও বসে জোটসঙ্গীরা। তাল কাটল বৈঠকের মধ্যেই। জোটের অন্যতম শরিক সিপিআরএম দার্জিলিং আসনে তাঁদের প্রার্থী হিসাবে দলের সভাপতি আরবি রাইয়ের নাম ঘোষণা করে দেয়।
তৃণমূল-বিজেপি বিরোধী এই জোটের বৈঠকে উপস্থিত ছিলেন ৷
- সিপিএম থেকে অশোক ভট্টাচার্য
advertisement
- কংগ্রেস থেকে শংকর মালাকার
- জ্যাপ থেকে হরকা বাহাদুর ছেত্রী
- জিএনএলএফের মন ঘিসিং
- সিপিআরএমের অরুণ ঘাটানি
পাহাড়ের মানুষের কথা মাথায় রেখে পাহাড়ের বাসিন্দা কোনও গোর্খাকে প্রার্থী চেয়েছেন হরকা বাহাদুর ছেত্রী। সমতলের কোনও বাসিন্দা প্রার্থী হলে আপত্তি নেই জিএনএলএফের। তাঁদের দাবি, তৃণমূল ও বিজেপির থেকে সমদূরত্বের যে কোনও প্রার্থী চাই। তবে পাহাড়ের এই জোটকে গুরুত্বই দিতে রাজি নন তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব।
জট কাটবে বলে এখনও আশাবাদী জোটের নেতারা। ১৫ মার্চের মধ্যে প্রার্থী চূড়ান্ত হবে। তার আগেই জট কাটবে বলে মনে করছে সিপিএম। যদিও কংগ্রেস এখনও হাইকমান্ডের দিকেই তাকিয়ে।