পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের লোকজনের দাবি, সোমবার সকালে বাড়ির ছাদে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সে। গুলির শব্দ শুনে বাড়ির ছাদে পরিবারের লোকজনেরা গেলে সামসুজবাবুকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেন।
আরও পড়ুন: ‘উদ্বেগজনক পরিস্থিতি’, অভিষেকের কর্মসূচিতে ‘না’ হাইকোর্টের! ‘জয়’ দেখছে বিজেপি
advertisement
এরপরই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানোর ব্যবস্থা করছে।
আরও পড়ুন: ধর্ষণের পর অপহৃতা ৫ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন! নিহত বালিকার কাছে ক্ষমা চাইল কেরল পুলিশ
তবে প্রশ্ন থেকে যাচ্ছে, কারও হুমকির জেরে এই আত্মহত্যা নাকি পারিবারিক অশান্তির জেরে! কীসেরই বা মানসিক চিন্তা ছিল সব টাই অস্পষ্ট।