TRENDING:

Dhupguri bye election: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির সিপিএম প্রার্থী! ধূপগুড়ির উপনির্বাচনে নতুন অঙ্ক?

Last Updated:

এবার মিতালি রায়কে টিকিট না দিয়ে সেই নির্মলচন্দ্র রায়কেই প্রার্থী করেছে তৃণমূল৷ ফলে ক্ষোভ বেড়েছে প্রাক্তন বিধায়ক মিতালিদেবী এবং তাঁর অনুগামীদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী, ধূপগুড়ি: উপনির্বাচনে দলের হয়ে প্রচারে নামতে দেখা যায়নি এলাকারই প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়কে৷ টিকিট না পেয়ে ক্ষোভের কারণেই তাঁকে প্রচারে দেখা যায়নি বলে সূত্রের খবর৷ এবার তৃণমূলের সেই প্রাক্তন বিধায়কের বাড়িতেই হাজির হলেন সিপিএম প্রার্থী৷ উপনির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল জল্পনা ছড়িয়েছে ধূপগুড়িতে৷
প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের বাড়িতে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়৷
প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের বাড়িতে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়৷
advertisement

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন৷ জাতীয় স্তরে জোট হলেও ধূপগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে সিপিএম ও কংগ্রেস৷ ২০২১ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি৷ ফলে ধূপগুড়ি পুনর্দখল করা তৃণমূলের কাছে চ্যালেঞ্জ শাসক দলের কাছে৷ কিন্তু প্রাক্তন বিধায়ক হিসেবে মিতালি রায় প্রচারে না নামায় তা তৃণমূলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল৷ এবার তাঁর বাড়িতে সিপিএম প্রার্থী গিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করায় রাজনৈতিক মহলে আরও জল্পনা ছড়িয়েছে৷

advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে প্রাক্তন বিধায়ক মিতালি রায়কেই ফের প্রার্থী করেছিল তৃণমূল৷ তাঁর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন দলেরই নেতা নির্মলচন্দ্র রায়৷ এবার মিতালি রায়কে টিকিট না দিয়ে সেই নির্মলচন্দ্র রায়কেই প্রার্থী করেছে তৃণমূল৷ ফলে ক্ষোভ বেড়েছে প্রাক্তন বিধায়ক মিতালিদেবী এবং তাঁর অনুগামীদের৷ যার প্রভাব পড়তে পারে ভোটের ফলেও৷ মিতালির সঙ্গে তৃণমূলের দূরত্বও অনেকটাই বেড়েছে৷ সূত্রের খবর, দলের কর্মসূচিতেও সেভাবে ডাক পান না তিনি৷

advertisement

এই পরিস্থিতিতে সিপিএম প্রার্থী তাঁর বাড়িতে যাওয়ায় মিতালিদেবীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়িয়েছে৷ মিতালিদেবী অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর দাবি, প্রার্থী হিসেবে ঈশ্বরচন্দ্র রায় তাঁর বাড়িতে এসেছিলেন৷ ভোট নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়েরও দাবি, আর পাঁচজন ভোটারের মতোই তিনি মিতালি রায়ের বাড়িতেও এসেছিলেন৷ ভোটে জয়ের জন্য মিতালিদেবীর কাছে শুভেচ্ছা চান তিনি৷ সিপিএম প্রার্থীর কথায়, ‘ও আমার বোনের মত হতে পারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আমি নির্বাচনে দাঁড়িয়েছি তাই একজন ভোটার হিসেবেই তার বাড়িতে প্রচারে এসেছি।’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri bye election: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির সিপিএম প্রার্থী! ধূপগুড়ির উপনির্বাচনে নতুন অঙ্ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল