এমনকি বাজারে ক্রেতা-বিক্রেতার অধিকাংশের মুখেই নেই মাস্ক। কারও মুখে মাস্ক রয়েছে তো তা ঝুলছে থুতনির নীচে। মাস্ক ছাড়া মানুষদের ক্যামেরার সামনে ধরতেই নানান অজুহাত তুলে ধরছেন তাঁরা। কারও সর্দি লেগেছে তাই মাস্ক পড়েননি, কেউ বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছেন তাই মাস্ক বাড়িতেই রয়ে গেছে। আবার অনেকেই মাস্ক নিয়ে বেরনোর প্রয়োজনই মনে করেননি। এমন নানা অজুহাত দিচ্ছেন সাধারণ মানুষ ক্যামেরার সামনে। সচেতন একাংশের অভিযোগ, এই গাছাড়া মনোভাবের অন্যতম কারণ, প্রশাসনিক ধরপাকড় এবং কড়াকড়ি না থাকা।
advertisement
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে ৫ দিনের শিশুর মৃত্যু ডুয়ার্সে! রাজ্যে বাড়ছে উৎকণ্ঠা...
জলপাইগুড়ি জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৭ জন, মৃত্যু হয়েছে দুজনের। ধূপগুড়িতে নতুন করে আক্রান্ত গত ২৪ ঘন্টায় ২৯ জন। গত সাতদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ জন। জানা গেছে, আক্রান্তদের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্সও রয়েছেন। এমনকী জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের কর্মী, এ এন এম-ও রয়েছেন আক্রান্তদের মধ্যে। এই পরিস্থিতিতে নতুন করে বঙ্গের করোনা আতঙ্ক বাড়াচ্ছে উত্তরবঙ্গের চেহারা।
আরও পড়ুন: দোমহনীতে কেন উল্টে গেল ট্রেন? দুর্ঘটনার কারণ খুঁজতে শুরু তদন্ত
রবিবারের তুলনায় দেশজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন স্ট্রেনের দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেশ অনেকটাই বেড়েছে। গতকাল ৩১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, সোমবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৫ জন, যা খুবই আশঙ্কার। দেশে সোমবারের হিসেব নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৭৩ লক্ষ ৮ হাজার। করোনায় সুস্থতার হার সোমবার ৯৪.২৭ শতাংশ। রবিবারের চেয়ে এই হারও কমেছে খানিকটা। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন মোট ১৫৭.২০ কোটি মানুষ।
রকি চৌধুরী