বুধবার সকাল থেকে মালদা শহরের ৩০ টির বেশী দোকানে হানা দেয় পুলিশের বিশেষ দল। বেশীর ভাগ দোকানেই কর্তৃপক্ষ জানিয়ে দেয় কলকাতা থেকে মালপত্রের জোগান পাচ্ছেন না তাঁরা। তাই খোলা বাজারে সঙ্কট তৈরী হয়েছে। গুটি কতক দোকানে স্টক যাচাই করতে গিয়ে মাস্ক ও স্যানিটাইজারের হদিশ পান তদন্তকারিরা। ওইসব দোকানের মালিকদের স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় কোনও অবস্থাতেই অত্যাবশ্যকীয় এইসব জিনিসের বাড়তি দাম নেওয়া যাবে না। কালো বাজারী প্রমানিত হলেই নির্দিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেআইনী ভাবে জিনিসপত্র মজুদ করা যাবে না বলেও এদিন দোকানে দোকানে ঘুরে জানিয়ে দেয় পুলিশ। যতক্ষন পর্যন্ত দোকানে মাস্ক বা স্যানিটাইজার থাকবে ততক্ষন পর্যন্ত নির্দিষ্ট দামেই বিক্রি করতে হবে বলেই জানাই পুলিশ। এদিন পুলিশী অভিযানের পর মালদা কিছ দোকানে ক্রেতারা মাস্ক ও স্যানিটাইজার কিনতে পারেন। তবে পুলিশ জানিয়েছে জোগানের সমস্যার বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনা হবে।
advertisement
Sebak Deb Sharma