শনিবার চাইল্ড লাইনের তরফে ওই মহিলাকে ডেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই শিশু দুটির যেহেতু বৈধ কাগজপত্র নেই তাই চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার জন্য। বিষয়টি জানাজানি হতেই গুঞ্জন শুরু হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথান এলাকায় স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকেন এক মহিলা। মহিলার নাম সাথী আর্য। সম্প্রতি তার কাছে দুটি সদ্যোজাত শিশু দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।এরপর খবর যায় চাইল্ডলাইনের কাছে। যদিও মহিলাটির দাবি, মাস দু’য়েক আগে স্থানীয় এক চিকিৎসক-এর কাছে অবিবাহিত গর্ভবতী মহিলা আসে। সেখানে বাচ্চা প্রসবের পর ওই মহিলা পালিয়ে যায়। এরপর ওই ডাক্তার তাকে ডেকে ওই বাচ্চাকে তুলে দেয় লালন পালন করার জন্য। অপর বাচ্চাটি তার নিজের দিদির। দিদি অসুস্থ তাই তার বাড়িতে রেখে গিয়েছেন।তারা সবাই মিলে একটা অনাথ আশ্রম খুলবেন।সেখানেই এই বাচ্চাদের লালন পালন করবেন। তবে এই মহিলার দাবি, আগে এই শিশুটি অন্য একজনের কাছে ছিল। সেই মহিলা এই শিশুটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ওই মহিলার কবল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন বলেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।
advertisement