স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ এই পথ দূর্ঘটনাটি ঘটে। কোচবিহারের সোনারি কাকড়ি বাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় স্থানীয় মানুষেরা ভিড় জমান। দুর্ঘটনার এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুন্ডিবাড়ি থানার ট্রাফিক পুলিশ। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী রানা সাহা নামের ওই ব্যক্তির। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে জানতে পাড়া গিয়েছে। এবং তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলায়। এবং মৃতদেহটি উদ্ধার করে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পুন্ডিবাড়ি থানার ট্রাফিক পুলিশ।”
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে,”ঘাতক ওই ট্রাকটি ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। একটি পথ দুর্ঘটনার মৃত্যুর মামলা রজু করা হয়েছে। এবং ঘাতক ওই ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।” তবে পরিবারের এক তরতাজা যুবকের মৃত্যেতে রীতিমত শোকস্তব্ধ হয়ে রয়েছে রানা সাহার গোটা পরিবার।
Sarthak Pandit