TRENDING:

মন্দির থেকে গোপাল, রাধাকৃষ্ণের মূর্তি চুরি! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ, কে জড়িত ছিল জানেন?

Last Updated:

Cooch Behar News: মন্দির থেকে মূর্তি সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ মন্দির থেকে মূর্তি সহ অন্যান্য সামগ্রী চুরি গিয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া মূর্তি উদ্ধার করল পুলিশ। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পর আজ ঘোকসাডাঙ্গা থানায় সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও সমরেন হালদার।
২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার করল পুলিশ
২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার করল পুলিশ
advertisement

মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে মূর্তি সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। একদিনের মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার করল পুলিশ।

আরও পড়ুনঃ বাংলার বুকে একটুকরো ব্যাংকক! তৈরি হচ্ছে ১৫০ ফুটের বৌদ্ধ মন্দির! কোথায় গেলে মিলবে দর্শন?

এদিন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, গত ৬ তারিখ রাতে গোপাল, রাধাকৃষ্ণের পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি পুলিশ জানতে পারে। এরপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি যাওয়া মূর্তিগুলি উদ্ধার করে।

advertisement

পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা বুলবুলি বিশ্ব শর্মা যুক্ত রয়েছেন। ওই মহিলাকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। চুরির বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে পুলিশ তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মন্দির থেকে গোপাল, রাধাকৃষ্ণের মূর্তি চুরি! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ, কে জড়িত ছিল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল