মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে মূর্তি সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। একদিনের মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার করল পুলিশ।
আরও পড়ুনঃ বাংলার বুকে একটুকরো ব্যাংকক! তৈরি হচ্ছে ১৫০ ফুটের বৌদ্ধ মন্দির! কোথায় গেলে মিলবে দর্শন?
এদিন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, গত ৬ তারিখ রাতে গোপাল, রাধাকৃষ্ণের পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি পুলিশ জানতে পারে। এরপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি যাওয়া মূর্তিগুলি উদ্ধার করে।
advertisement
পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা বুলবুলি বিশ্ব শর্মা যুক্ত রয়েছেন। ওই মহিলাকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। চুরির বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে পুলিশ তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।