ঘটনার সূত্রপাত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ৷ দাসপাড়া এলাকার মহিলা কংগ্রেস প্রার্থীর পদ প্রত্যাহারের জন্য তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা ৷ কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই তার বাড়িতে হামলা চালায় ৷ এমনকী, সেই সময় তাঁর স্বামীও বাড়িতে ছিলেন না ৷ সেই সুযোগে তাঁকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি ৷
advertisement
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই কংগ্রেস সমর্থককে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, গত ৭ এপ্রিল দাসপাড়ায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের ঘটনায় তারা যুক্ত ছিল ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং আইনি অস্ত্র রাখাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2018 7:08 PM IST