TRENDING:

জমি মাফিয়াদের রুখতে গজলডোবা থেকে কড়া বার্তা মুখ‍্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ির কাছে গজলডোবায় বুধবার একটি ট্যুরিজম হাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁর বার্তা, বেআইনিভাবে জমি দখল করলে যেন শাসকদলের নেতাকর্মীদেরও রেয়াত করা না হয়। এছাড়াও গজলডোবার জন্য থানা, এসডিও পদ-সহ একাধিক দাওয়াই দেন মুখ্যমন্ত্রী।
advertisement

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘সিএসকে বলছি, নোটিফায়েড এলাকা হিসেবে ডিক্লেয়ার করে দিতে । যাতে অন‍্য কেউ জায়গা দখল করতে না পারে । সরকারের অনুমতি ছাড়া হুটহাট করে বসে পড়ল সেটা যেন না হয় । উদ্বোধন হলে দেখবেন জমি মাফিয়ারা ঘুড়ে বেড়াবে ৷’

জমি মাফিয়াদের দৌরাত্ম‍্য রুখতে ফের কড়া বার্তা মুখ‍্যমন্ত্রীর। কয়েক মাস আগে উত্তরকন‍্যার বৈঠক থেকেও তিনি সরব হয়েছিলেন। কারণ, শিলিগুড়ির বাইপাস লাগোয়া এলাকায় বহু জমি বেদখল হয়ে গিয়েছে। এই চক্রে স্থানীয় শাসক দলের একাংশ জড়িত বলেও অভিযোগ ওঠে। গ্রেফতারও করা হয় স্থানীয় এক তৃণমূল নেতাকে । এই প্রেক্ষাপটে, জমি মাফিয়াদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে ফের পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী। বার্তা দিলেন, তৃণমূলের কেউ জড়িত থাকলেও যেন তাঁকে রেয়াত করা না হয়। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘আমার পার্টি, পুলিশ, লোকাল মাফিয়া যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অ‍্যাকশন নেওয়া হবে ৷’

advertisement

বুধবার শিলিগুড়ির কাছে গজলডোবায় ট‍্যুরিজম হাবের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে জমি মাফিয়াদের রুখতে একগুচ্ছ নির্দেশ দেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

পাশাপাশি সামনেই পুজো ৷ দূর্গাপুজোয় যাতে শহরে কোনও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় ৷ সেই কারণে আগেভাগেই পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গজলডোবায় মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজোর সময় বিশেষ নজরদারি চালান ৷ কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করবে ৷ উৎসবের দিনে কোথাও যেন অশান্তি না হয় ৷ সব জায়গায় নজর রাখতে হবে ৷ ঘরে বসে থাকার দিন শেষ ৷ কাজ না করলে ওসি থাকবেন না ৷’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জমি মাফিয়াদের রুখতে গজলডোবা থেকে কড়া বার্তা মুখ‍্যমন্ত্রীর