TRENDING:

জীবন বিপন্ন করে কাজ করছেন সাফাই কর্মীরা, এবার তারা বসলেন বেতন বৃদ্ধির আন্দোলনে

Last Updated:

কাজ বন্ধ রেখে দাবি আদায়ে অবস্থান বিক্ষোভে বসলেন হরিজন ও সাফাই কর্মীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ:  সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি,সরকারি নিয়ম মেনে সবরকম সুযোগ সুবিধা প্রদান,পার্ট প্রথা বাতিল সহ একাধিক দাবিতে আজ রায়গঞ্জের হরিজন এবং সাফাই কর্মীরা সরকারি এবং বেসরকারি সাফাই কাজ বন্ধ রেখে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভ শুরু করেছে।এই বিক্ষোভের ফলে মেডিক্যাল কলেজের পরিষেবার উপর প্রভাব পড়েছে।মেডিক্যাল কলেজের সহ অধ্যক্ষ জানিয়েছেন,বেসরকারি সংস্থার মাধ্যমে এই সাফাই কর্মিদের নেওয়া হয়েছে।আন্দোলনের খবর পেয়েই সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।খুব শীঘ্রই তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরে যাবার আশ্বাস দিয়েছেন।রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন,পৌরসভার সাফাই কর্মীরা এই আন্দোলনে সামিল হননি।তারাই পরিষেবা জারি রেখেছেন।
advertisement

করোনা অতিমারির মধ্যেও হরিজন এবং সাফাইকর্মীরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন।রাজ্য সরকার এই সাফাইকর্মিদের অবহেলা না করার জন্য রাজ্যবাসির কাছে একাধিকবার আবেদন করছেন।উত্তরবঙ্গ বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সভাপতি গৌতম বাসফোরের অভিযোগ,জেলা সদর কর্নজোড়া আবাসনে বেশ কয়েকজন হরিজন থাকেন জেলা শাসক তাদের আবাসন ছেড়ে দেবার নির্দেশ দিয়েছেন। সরকার তাদের সহানুভূতির চোখে দেখার জন্য নির্দেশ দিলেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

advertisement

জোর করে আদায় করা নয় সরকারি নির্দেশেই তাদের সুযোগ সুবিধা দিতে হবে।সরকারি উচ্চপদস্থ আধিকারিকের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, মেডিক্যাল কলেজে ৩২ জন সাফাইকর্মি এবং চার জন সুপারভাইজার পৌরসভার পক্ষ থেকে নিয়োগ করা আছে।বেসরকারি সংস্থার সাফাই কর্মিরা কাজ বন্ধ রাখলেও পরিষেবার উপর খুব বেশী প্রভাব পড়বে না বলে মনে করেন  সন্দীপবাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Uttam Paul

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জীবন বিপন্ন করে কাজ করছেন সাফাই কর্মীরা, এবার তারা বসলেন বেতন বৃদ্ধির আন্দোলনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল