করোনা অতিমারির মধ্যেও হরিজন এবং সাফাইকর্মীরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন।রাজ্য সরকার এই সাফাইকর্মিদের অবহেলা না করার জন্য রাজ্যবাসির কাছে একাধিকবার আবেদন করছেন।উত্তরবঙ্গ বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সভাপতি গৌতম বাসফোরের অভিযোগ,জেলা সদর কর্নজোড়া আবাসনে বেশ কয়েকজন হরিজন থাকেন জেলা শাসক তাদের আবাসন ছেড়ে দেবার নির্দেশ দিয়েছেন। সরকার তাদের সহানুভূতির চোখে দেখার জন্য নির্দেশ দিলেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
advertisement
জোর করে আদায় করা নয় সরকারি নির্দেশেই তাদের সুযোগ সুবিধা দিতে হবে।সরকারি উচ্চপদস্থ আধিকারিকের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, মেডিক্যাল কলেজে ৩২ জন সাফাইকর্মি এবং চার জন সুপারভাইজার পৌরসভার পক্ষ থেকে নিয়োগ করা আছে।বেসরকারি সংস্থার সাফাই কর্মিরা কাজ বন্ধ রাখলেও পরিষেবার উপর খুব বেশী প্রভাব পড়বে না বলে মনে করেন সন্দীপবাবু।
Uttam Paul