নির্যাতিতার দাবি, কালীপুজোর দিন একাই হবিবপুরে নিজের বাপের বাড়িতে ছিলেন তিনি৷ রাত ৯টা নাগাদ তিনি যখন পোশাক পরিবর্তন করছিলেন তখনই জোর করে বাড়িতে ঢুকে ওই সিভিক ভলেন্টিয়ার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ওই গৃহবধূর৷ তাঁর চিৎকারে প্রতিবেশী এবং তাঁর বাবা-মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় বলে দাবি ওই নির্যাতিতার৷ তাঁকে এবং তাঁর বাবা-মাকে অভিযুক্ত মারধর করেছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা৷ তাঁর আরও অভিযোগ, পুলিশ ঘটনায় এফআইআর দায়ের করলেও অভিযুক্তকে গ্রেফতার করেনি৷
advertisement
হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নির্যাতিতা মহিলা গতকাল মালদহের পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
যদিও হবিবপুর থানা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছে। থানায় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানো হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।