TRENDING:

Civic volunteer: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আবারও সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! এবার অভিযোগ মালদহে

Last Updated:

নির্যাতিতা গৃহবধূ এবং তাঁর পরিবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন৷ জেলা পুলিশ সুপারের দ্বারস্থও হয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর থানা এলাকায়৷ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা৷ যদিও এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ নির্যাতিতা গৃহবধূ এবং তাঁর পরিবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন৷ জেলা পুলিশ সুপারের দ্বারস্থও হয়েছেন তিনি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

নির্যাতিতার দাবি, কালীপুজোর দিন একাই হবিবপুরে নিজের বাপের বাড়িতে ছিলেন তিনি৷ রাত ৯টা নাগাদ তিনি যখন পোশাক পরিবর্তন করছিলেন তখনই জোর করে বাড়িতে ঢুকে ওই সিভিক ভলেন্টিয়ার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ওই গৃহবধূর৷ তাঁর চিৎকারে প্রতিবেশী এবং তাঁর বাবা-মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় বলে দাবি ওই নির্যাতিতার৷ তাঁকে এবং তাঁর বাবা-মাকে অভিযুক্ত মারধর করেছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা৷ তাঁর আরও অভিযোগ, পুলিশ ঘটনায় এফআইআর দায়ের করলেও অভিযুক্তকে গ্রেফতার করেনি৷

advertisement

হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নির্যাতিতা মহিলা গতকাল মালদহের পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যদিও হবিবপুর থানা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছে। থানায় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানো হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Civic volunteer: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আবারও সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! এবার অভিযোগ মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল