TRENDING:

করোনা টিকাকরনের পরেই নাগরিকত্ব, পেনশন! মতুয়াদের একাধিক প্রতিশ্রুতি অমিত শাহের

Last Updated:

একদিকে যেমন তৃণমূলকে অনবরত নিশানা করেছেন, তেমনই পাশাপাশি মতুয়াদের একাধিক আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষমতায় এলেই তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলে। এই কথাই এদিন বার বার উঠে এসেছে অমিত শাহের মুখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: করোনার টিকাকরন শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। ঠাকুরনগরের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন একদিকে যেমন তৃণমূলকে অনবরত নিশানা করেছেন, তেমনই পাশাপাশি মতুয়াদের একাধিক আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষমতায় এলেই তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলে। এই কথাই এদিন বার বার উঠে এসেছে অমিত শাহের মুখে।
advertisement

অমিত শাহ মতুয়াদের উদ্দেশে এদিন একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ প্রকল্প তৈরি করা হবে। এমনকি, বয়স্ক দলপতিদের জন্য পেনশন স্কিমও চালু করা হবে বলে তিনি জানান।

এদিন বার বার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ)-র কথা উঠে আসে অমিত শাহের মুখে। তিনি বলেন করোনার জন্যই সিএএ দেরিতে হচ্ছে। করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়া-সহ হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি জানান, সিএএ নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস।

advertisement

অমিত শাহের কথায়, "সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। এই আইনে মতুয়ারা নাগরিকত্ব পাবেন। মুসলিম ভাইদের উদ্দেশে বলছি, তাঁদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না।"

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

এর আগেও অমিত শাহ বলেছিলেন করোনা মিটলেই সিএএ পদ্ধতি শুরু হবে। সেই একই বার্তা দিলেন তিনি আজ। স্পষ্ট করে দিয়েছেন সিএএ নিয়ে কেন্দ্র তার অবস্থানে অনড়। এদিন তৃণমূলের পাশাপাশি বাম শিবিরকেও আক্রমণ করতে ছাড়েননি অমিত শাহ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করোনা টিকাকরনের পরেই নাগরিকত্ব, পেনশন! মতুয়াদের একাধিক প্রতিশ্রুতি অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল