TRENDING:

ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন, থাকতে পারেন মুখ্যমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: সিবিআইয়ের পর এবার সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ শুক্রবার সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

তবে, এবার পিছিয়ে রইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ আগামী ৯ মার্চ ফের সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিন স্থির হয়েছে ৷ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ সেই অনুষ্ঠানে সম্ভবত হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ উদ্বোধনের পর আগামী ১১ মার্চ থেকে কাজ শুরু হবে সার্কিট বেঞ্চের ৷

advertisement

শুক্রবার সার্কিট বেঞ্চ উদ্বোধনের পরই কংগ্রেস, তৃণমূল এবং বামেদের একযোগে আক্রমণ করেন মোদি ৷ পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ‘সার্কিট বেঞ্চ আমাদেরই করা।....বর নেই কনে নেই , ব্যান্ডপার্টি নিয়ে হাজির , মিথ্যে কথা বলছেন.... মোদি পাগল.... ৷ রাজনৈতিক ফায়দা তুলতে সার্কিট বেঞ্চ নিয়ে রাজনীতি করছে কেন্দ্র ৷’’

জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরির দাবি দীর্ঘদিনের। ২০১১ সালে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় মুখ‍্যমন্ত্রী হওয়ার পর এ নিয়ে উদ‍্যোগী হন। স্থায়ী ভবনের শিলান‍্যাস করেন। প্রায় সমস্ত রকম সম্মতিও আদায় করেন। কিন্তু, মোদি মন্ত্রিসভার ছাড়পত্র এতদিন মেলেনি ৷ রাজ্য সরকারের অভিযোগ, প্রায় চার মাস ধরে তারা ঝুলিয়ে রেখেছিল ৷ হঠাৎ, বুধবার, জলপাইগুড়ির সার্কিট বেঞ্চকে সবুজ সংকেত দিয়ে দেয় নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ৷ মেলে রাষ্ট্রপতির অনুমোদনও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এবার বাংলা থেকে ২৩ টি লোকসভা আসনে জেতার স্বপ্ন দেখছেন অমিত শাহ। তাঁদের বিশেষ নজর, সীমান্ত লাগোয়া উত্তরবঙ্গের বেশ কিছু আসন। শুক্রবার, জলপাইগুড়ির সভা থেকে সেই উত্তরবঙ্গের মানুষের মন জয়ের চেষ্টা করলেন নরেন্দ্র মোদি। যে চা বাগান ইস্যু রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বিষয়, তাকেই হাতিয়ার করার চেষ্টা করলেন মোদি। বার্তা দিলেন চা-শ্রমিকদের পাশে থাকার ৷ এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন, থাকতে পারেন মুখ্যমন্ত্রী