TRENDING:

ছিট বিনিময়ের পর প্রথম লোকসভা ভোট দিলেন ছিটমহলের বাসিন্দারা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশ ছিট বিনিময়ের পর এটাই প্রথম লোকসভা নির্বাচন। দেশের নতুন সরকার তাঁদের সব সমস্যার সমাধান করবে। আশা, মেখলিগঞ্জের বিভিন্ন ছিটমহল পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের। তাই সকাল-সকাল ভোট দিলেন তাঁরা।
advertisement

বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোট হল এ রাজ্যের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও। ভোট দিলেন সাবেক ছিটের বাসিন্দারাও।

ভারতের মূল ভূখণ্ডে ঢোকার পরই মিলেছিল ভোটার কার্ড। এদিন সেই পরিচয়পত্র হাতে নিয়েই ভোট দিলেন নারায়ণ রায়, স্বপন রায়রা।

ভোট উপলক্ষে হলদিবাড়ির ছিটমহল পুনর্বাসন শিবিরেও ছিল উৎসবের মেজাজ। শিবিরের মোট ভোটার তিনশো কুড়ি জন। এদিন হলদিবাড়ির চিকনেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের একের একশো সাতাশ নম্বর বুথে ভোট দিলেন তাঁরা।

advertisement

ছিট বিনিময়ে মিলেছে নাগরিকত্বের স্বীকৃতি। মিলেছে দেশ গড়ার সাংবিধানিক অধিকারও। সাবেক ছিটের মানুষের কাছে এ কম পাওয়া নয়। তবে এখানেই থামতে চান না তাঁরা। তাঁদের দাবি, সার্বিক উন্নয়ন। দেশের নতুন সরকার সেদিকে নজর দেবে। আশা সাবেক ছিটমহলের বাসিন্দাদের।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছিট বিনিময়ের পর প্রথম লোকসভা ভোট দিলেন ছিটমহলের বাসিন্দারা