দিনভর ওদের বাবা বা মা ব্যস্ত থাকেন শহর অথবা জেলার আইন শৃঙখলা রক্ষায়। সকালে ডিউটিতে বেরিয়ে পড়া। দিন শেষে ঘরে ফেরা। আবার কারও বা থাকে নৈশকালীন ডিউটি। পরিবারের অভিভাবকের সঙ্গে সময় কাটানো কার্যত পেরে ওঠা যায় না। এমনকী পুজো বা অন্য কোনো ছুটির দিনেও মেলে না দেখা। কেননা উৎসবের দিনগুলি শহরবাসীকে নির্বিঘ্নে কাটানোর গুরু দায়িত্বও যে ওদের অভিভাবকদের হাতে। কার্যত পুলিশ আবাসনের চৌহদ্দির মধ্যেই দিন-রাত!
advertisement
আরও পড়ুন : রেশমপথের প্রহরী থেকে স্বাধীনতার যুদ্ধে বন্দিশিবির, বহু ইতিহাসের সাক্ষী বক্সা দুর্গ
তাই পুলিশ পরিবারের খুদে সদস্যদের জন্যে নতুন পরিকল্পনা! সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড সংস্থা। যৌথ উদ্যোগেই কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্যে তৈরি করা হয়েছে এই বিনোদন পার্ক। যেখানে শৈশব এবং কৈশরের খেলাধুলোর যাবতীয় সরঞ্জাম থাকছে। আর শিশু বা কিশোর, কিশোরীদের নিয়ে পার্কে এসে আড্ডায় মজে থাকতে পারবেন পরিবারের অন্য সদস্যরাও।
আরও পড়ুন : যানজট থেকে মুক্তি পেতে চায় শিলিগুড়ি
আরও পড়ুন : মালদহের কালিয়াচকে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ দুই যুবক
এর আগে শহরের প্রবীন নাগরিকদের মনোরঞ্জনের জন্যেও বিশেষ ব্যবস্থা চালু করে শিলিগুড়ি পুলিশ। এবারে নিজেদের পরিবারের কথা ভেবেই এই পার্কের সূচনা। যাতে খুশি আইন শৃঙখলার দায়িত্বে থাকা পরিবারের সদস্যরা। আবাসনবন্দি জীবন থেকে মুক্তির খোলা আনন্দের খোঁজ মিলবে এই পার্কে!