TRENDING:

Mamata Banerjee: বন‍‍্যাবিধ্বস্ত সুভাষীনি চা বাগানে ত্রাণ পৌঁছে দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে এসে বন্যা বিধ্বস্ত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে দেখা গেল বাগানের শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: উত্তরবঙ্গ সফরে এসে বন্যা বিধ্বস্ত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে দেখা গেল বাগানের শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করতে। শিশুরা যাতে দুর্যোগের দুঃস্বপ্ন ভুলে নতুন করে নিজেদের জীবন শুরু করতে পারে তার জন্য তাদের হাতে খাতা বই তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

আরও পড়ুন: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে

এক সপ্তাহের মাথায় ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রথমে তিনি এসেছেন আলিপুরদুয়ারে। নীলপাড়া রেঞ্জ অফিসে বন্যা নিয়ে এক রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাটিতে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে নীলপাড়া রেঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সুভাষিনী চা বাগানে তিনি যাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: ‘ম্যাডাম আপনার টিকিটটা দেখি…’, টিটি বলতেই মহিলা দেখালেন সেই কার্ড, নিমেষে গলা শুকিয়ে গেল চেকারের

তোর্ষার জল প্রবেশ করে কালচিনি ব্লকের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই চা বাগান। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গিয়েছিলেন সুভাষিনী চা বাগানের মাঠে। কার্যতই এই চা বাগান  এলাকা তার অতি পরিচিত। এই চা বাগানের মানুষগুলিকে তিনি এর আগেও কাছের থেকে দেখেছেন। সুভাষিনী  চা বাগানে ক্ষতি হয়েছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চলে যান এই এলাকায়। মুখ্যমন্ত্রীকে দেখে আবেগাপ্লুত হয়ে যান এলাকাবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রাণ দিলেন দেশের জন্য! ঘরে ফিরলেন জওয়ান
আরও দেখুন

চোখের জলে ভাসান অস্মিতা লোহারদের মত চা শ্রমিকরা। নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে শিশুদের পড়াশোনা যেতে আটকে না থাকে তার জন্য সব শিশুদের নিজের কাছে ডেকে তিনি তুলে দেন বই খাতা পেন্সিল পেন। পাশাপাশি শিশুদের হাতে তিনি দেন টেডি বিয়ার। চা বাগানের শিশুরা জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: বন‍‍্যাবিধ্বস্ত সুভাষীনি চা বাগানে ত্রাণ পৌঁছে দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল