TRENDING:

Charak Puja 2025: আসছে চৈত্র সংক্রান্তি, গ্রামবাংলার লোক সংস্কৃতির অঙ্গ চড়কপুজোর প্রস্তুতি তুঙ্গে

Last Updated:

Charak Puja 2025: চড়ক পুজোর আগে শিবের মূর্তি নিয়ে ঘুরতে হয়। বাড়ি বাড়ি গিয়ে ঢাকের তালে গান করা হয়। এরপর মুর্তিতে তেল, সিঁদুর দেওয়া হয়। এছাড়া ভোগ দেওয়া হয় জল, বাতাসে ও চিনির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সার্থক পণ্ডিত, কোচবিহার: চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় বিশেষ অনুষ্ঠান চড়ক পুজো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গম্ভীরা পুজো, শিবের গাজন, নীল পুজো নামে চড়ক পুজোর আচার পালন করা হয়। এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা যায় তা হল দৈহিক যন্ত্রণা। এই বিষয়টিকেই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়।
advertisement

চড়কপুজোর উদ্যোক্তা রামপদ হাওলাদার জানান, “১৪৮৫ সালে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চড়কের পুজোর প্রচলন করেন। যদিও রাজ পরিবারের লোকেরা এই পুজো শুরু করতেন। তবে চড়ক পুজো কখনোও রাজবাড়ির পুজো ছিল না। এটি ছিল এক প্রচলিত লোক সংস্কৃতি।”

চড়কপুজোর উদ্যোক্তা বাদল দাস জানান, “আজও গ্রামবাংলার বিশেষ পুজো হল এই চড়ক পুজো।  চড়কপুজোর আগে এখনোও বাড়িতে বাড়িতে শিবের মূর্তি নিয়ে ঘুরতে হয়। বাড়ি বাড়ি গিয়ে ঢাকের তালে গান-বাজনা করা হয়। এরপর মুর্তিতে তেল, সিঁদুর দেওয়া হয়। এছাড়া ভোগ দেওয়া হয় জল, বাতাসা ও চিনির।”

advertisement

আরও পড়ুন : রাত ৩টে পর্যন্ত খোলা রইল বারাসত কোর্ট, বিচারকের উপস্থিতিতে হল বিচার! কারণ জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দীর্ঘ সময় ধরে এই নীতি ও নিয়ম মেনেই চলে আসছে চড়কপুজো। আজও এই পুজোর রীতি প্রথা পরির্বতন হয়নি বিন্দুমাত্র। তবে পুজোর সংখ্যা কমেছে অনেকটা। বর্তমানে হাতে গোনা কিছু জায়গায় এই পুজোর আয়োজন করা হয়। বেশ কঠিন এই পুজো সকলে করতে পারেন না এমনটাও ধারণা করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Charak Puja 2025: আসছে চৈত্র সংক্রান্তি, গ্রামবাংলার লোক সংস্কৃতির অঙ্গ চড়কপুজোর প্রস্তুতি তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল