চেয়ারম্যানের দাবি, কাউন্সিলরদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। তিন তৃণমূল কাউন্সিলর অবশ্য আপত্তি জানিয়ে তাঁদের বাড়ির সামনে ক্যামেরা বসাতে দেননি। প্রশান্ত মিত্র জানান, পুলিশের পরামর্শে সিসিটিভি বসানো হয়েছে। গঙ্গারামপুর থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে।
সিসিটিভি বসানো নিয়ে ইতিমধ্যেই চলছে জোর জল্পনা। প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিপ্লব মিত্র। এরপরই তাঁর ভাই পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকেও তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়। তবে কি কাউন্সিলরদের উপর নজরদারি চালাতেই সিসিটিভি বসিয়েছেন চেয়ারম্যান? উঠছে প্রশ্ন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2019 2:01 PM IST