এদিকে আজ, শুক্রবার ঘটনার তদন্তে মালদহে আসছেন ফরেন্সিক বিশেষজ্ঞের দল। বৃহস্পতিবার এলাকায় পরিদর্শনে গিয়ে ঘটনার এনআইএ তদন্তের দাবি করলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। অন্যদিক, মৃতের পরিবারের লোকজন এদিন এলাকায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বিস্ফোরণের ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন মৃতের দাদা আতাউর রহমান।
advertisement
মালদহে টোটোয় বিস্ফোরণ ব্যাটারি ফেটে গিয়েই হয়েছে কিনা তা নিয়ে ধন্দ এখনও কাটেনি। শুক্রবার ফরেনসিক বিশেষজ্ঞ দল এলাকা খতিয়ে দেখার পরেই এই বিষয়ে কোনও সূত্র মিলতে পারে বলে আশা জেলা পুলিশের। এদিন মৃতের দাদা জানান, ইলিয়াস গত তিন বছর ধরে টোটো চালাতেন। বাড়িতে স্ত্রী ছাড়াও তাঁদের ছয় মাসের সন্তান রয়েছে। মাত্র ১৪ দিন আগেই সুজাপুরের এক দোকান থেকে চারটি নতুন ব্যাটারি কিনে টোটোতে লাগানো হয়েছিল। মালদহের অধিকাংশ টোটো চালক এবং টোটোর ব্যাটারি বিক্রেতাদের দাবি, চলন্ত অবস্থায় টোটোর ব্যাটারিতে বিস্ফোরণের সম্ভাবনা কম। তাছাড়া বিস্ফোরণের অভিঘাত এত জোরালো হওয়ার কথাও নয়। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সেবক দেবশর্মা