রেলওয়ে আইনের ধারা ১৫২, ১৫৩ এবং ১৫৪-এর অধীনে ট্রেনে পাথর ও অনুরূপ বস্তু নিক্ষেপ করা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নির্দেশিত করা আছে। কোনও ব্যক্তি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে ট্রেনের কোনও রোলিং স্টকের অংশে অথবা তার উপরে কোনও বস্তু নিক্ষেপ করে এবং সেই বস্তু ট্রেনের কোনও যাত্রীর নিরাপত্তা যদি বিপন্ন করে অথবা কোনও রোলিং স্টককে বাধাগ্রস্ত করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির দশ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে।
advertisement
আরও পড়ুন : 'গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা উচিত', পুণ্যার্থীদের সুবিধায় বিরাট ভাবনা মমতার
যাতে দুষ্কৃতীরা ট্রেন চলাচলের সুরক্ষা বিঘ্নিত করা থেকে বিরত থাকে তার জন্য এমন ঘটনা সংঘটিত হওয়া স্থানগুলির পার্শ্ববর্তী এলাকাগুলির স্কুল, গ্রামাঞ্চল ইত্যাদিতে আরপিএফ-এর দ্বারা সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি সচেতনতা অভিযানেরও আয়োজন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষ ও যাত্রীদের প্রতি আবেদন জানানো হয়েছে যে যদি তারা এই ধরনের অনধিকার প্রবেশ ও পাথর নিক্ষেপের ঘটনার সম্মুখীন হন তাহলে তারা যেন টোল ফ্রী হেল্পলাইন নম্বরে (১৩৯) কল করে ঘটনা সম্পর্কে জানান। রেলওয়ে সম্পত্তি হল সরকারি সম্পত্তি এবং সরকারি সম্পত্তির সুরক্ষা প্রদান করা প্রত্যেকেরই দায়িত্ব। বুধবার বন্ধ থাকার পর, আজ ফের শুরু হয়েছে বন্দেভারত এক্সপ্রেস চলাচল। যাত্রা পথে নজরদারির জন্য গঠিত হয়েছে বিশেষ দল।