করোনা পরিস্থিতিতে আগেই মালদহ শহরের বাসিন্দাদের থার্মাল স্কিনিং এবং মাস্ক দেওয়ার কাজ শুরু করে জেলা ব্যবসায়ী সমিতি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক সাহায্য দেওয়ার জন্য বিভিন্ন সহযোগী সংগঠনের কাছে আবেদন জানানো হয়। এরপরেই জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে সদস্যদের মধ্যে সাহায্য সংগ্রহ করে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, অনুমোদিত ১৮২ টি শাখা সংগঠন রয়েছে। এরমধ্যে বড় সংগঠনগুলি আর্থিক সাহায্য দান করেছে।
advertisement
এদিন বিকেলে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে সবমিলিয়ে ২০ লক্ষ ৬৫ হাজার টাকার বেশ কয়েকটি চেক তুলে দেওয়া হয়। ইতিমধ্যে মালদহের বেশকিছু শিল্প সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি অনেকে ব্যক্তিগত ভাবেও মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা তহবিলে আর্থিক সাহায্য দিয়েছেন। আগামী দিনে আরও বেশ কিছু সংগঠন করোনা তহবিলে সাহায্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ফলে জেলা থেকে মুখ্যমন্ত্রীর তহবিলে আরও বেশি অর্থ জমা পড়ার সম্ভবনা।