এরপর আটক করা দু’জনকে মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, আবির মিয়া আনসারি প্রায় ১৫ বছর আগে নেপালে যান এবং সেখানে নথি তৈরি করেন। এমনকি নেপালে বিয়েও করেন তিনি। আবির মিয়া আনসারি ও তাঁর স্ত্রী অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
আরও পড়ুনঃ জলের তলায় কৃষিজমি, দুশ্চিন্তায় চাষিরা! পুজোর আগে ক্ষতিপূরণ নিয়ে এল বড় আপডেট
advertisement
জানা গিয়েছে, আবির মিয়া আনসারির মা অসুস্থ। সেই কারণে স্ত্রীকে সঙ্গে নিয়ে অসুস্থ মা’কে দেখতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তাঁদের ওপার বাংলায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা অবশ্য সফল হয়নি।
দম্পতির বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা সেই সময় কর্তব্যরত বিএসএফের নজরে পড়ে যায়। এরপর দু’জনকে আটক করা হয়। পরে তাঁদের মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। জানা গিয়েছে, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করবে মাথাভাঙ্গা থানার পুলিশ।