TRENDING:

ভিনরাজ্য থেকে কাঁচামাল এনে নিষিদ্ধ মাদক তৈরি হচ্ছে রাজ্যের এক প্রান্তে! গোপন ডেরায় হানা দিতেই পুলিশের চক্ষু ছানাবড়া

Last Updated:

Brown Sugar: মনিপুর ও ঝাড়খন্ড থেকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি হচ্ছিল মালদহের গোলাপগঞ্জে। অন্তত ১০ থেকে ১৫ জন নিষিদ্ধ মাদক তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, সেবক দেব শর্মা: ভিনরাজ্য থেকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি হচ্ছে রাজ্যে। মাদক তৈরির পর তা আবার বাইরের রাজ্যে পৌঁছে দেওয়া হত। এইভাবেই দিনের পর দিন চলছিল নিষিদ্ধ মাদকের কারবারি। কিন্তু পুজোর মুখেই অসুর হয়ে দাঁড়াল পুলিশ। ভাঙল মাদক  চক্র।
ভিনরাজ্য থেকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি হচ্ছে মালদহে
ভিনরাজ্য থেকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি হচ্ছে মালদহে
advertisement

জানা যাচ্ছে, মনিপুর ও ঝাড়খন্ড থেকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি হচ্ছিল মালদহের গোলাপগঞ্জে। অন্তত ১০ থেকে ১৫ জন জড়ো হয়ে ব্রাউন সুগার তৈরির এই কাজ করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডেরায় হানা দেয় পুলিশ। চলে ধরপাকড়। সাম্প্রতিক অতীতে এটিই সবচেয়ে বড় ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা মালদহে। ব্রাউন সুগার তৈরির পর তা ভিনরাজ্যে ক্যারিয়ারদের মাধ্যমে পৌঁছনো হত বলে জানা যাচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ কাপড়ের দোকানের আড়ালে নিষিদ্ধ ব্যবসা! পুলিশের সারপ্রাইজ ভিজিটে কেলেঙ্কারি, দৃশ্য দেখতে লোকে লোকারণ্য

সেরা ভিডিও

আরও দেখুন
১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন
আরও দেখুন

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ব্রাউন সুগারচক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই নিয়ে চলতি বছরে প্রায় ৯৭ কেজি ব্রাউন সুগার উদ্ধার হল মালদহে। চলতি বছরে ব্রাউন সুগার উদ্ধারের ১১৩টি মামলায় গ্রেফতার করা হয়েছে ২৩০ জনকে। এর আগে ২০২২ সালে মালদহে ২৫ কেজি, ২০২৩ সালে ৪৬ কেজি এবং ২০২৪ সালে ৫৩ কেজি ব্রাউন সুগার উদ্ধারের রেকর্ড রয়েছে, এমনটাই জানালেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভিনরাজ্য থেকে কাঁচামাল এনে নিষিদ্ধ মাদক তৈরি হচ্ছে রাজ্যের এক প্রান্তে! গোপন ডেরায় হানা দিতেই পুলিশের চক্ষু ছানাবড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল