অন্যদিকে এর ঠিক আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় এক বাইক আরোহীর উপরে ঝাঁপিয়ে পড়ল একটি চিতাবাঘ৷ চলন্ত বাইকের উপরে চিতা বাঘের এ ভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ডুয়ার্সে বিরল৷ চিতাবাঘের আক্রমণে টাল সামলাতে না পেরে বাইক নিয়ে পড়ে যান ওই ব্যক্তি৷ যার ফলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি৷ চিতাবাঘটি অবশ্য এর পরেই চা বাগানের ভিতরে গা ঢাকা দেয়৷
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গের সাফারি পার্ক মাতাচ্ছে শেরা, শিবা, তেজল ও তারা! চার খুদেতে মজে পর্যটকরা
ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙা চা বাগানে এই ঘটনা ঘটে৷ জখম ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং। তিনি ওই বাগানেরই বাসিন্দা। জানা গিয়েছে, জখম ব্যক্তি অন্য এক ব্যক্তির বাইকে চেপে নাগরাকাটার দিকে যাচ্ছিলেন। চিতাবাঘ তাঁর উপরে ঝাপিয়ে পড়ে।
চিতাবাঘ আক্রমণ করতেই চিৎকার করে সাহায্য চান মধ্যবয়সি ওই ব্যক্তি৷ স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যুৎ সরকার ফোনে জানান , ‘জখম ব্যক্তির চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত বন দপ্তরের পক্ষ থেকেই করা হচ্ছে।' তবে এ দিনের ঘটনায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের মধ্যে৷ ২০২০-তে লকডাউনের সময়েও দার্জিলিং পাহাড়ে দেখা মিলেছিল ব্ল্যাক লেপার্ডের।