অভিযোগ বিরোধী দলনেতার কনভয় যাওয়ার পর সেই রাস্তার শুদ্ধিকরণ করা হয়। জলপাইগুড়ি পাহাড়পুর জাতীয় সড়কে গোবর, গঙ্গাজল ছিটিয়ে জাতীয় সড়ক শুদ্ধ করলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। বিরোধী দলনেতা লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ওঠে বলেই অভিযোগ।
advertisement
ঘটনায় পুলিশা গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, ‘‘ এই হামলা পূর্ব পরিকল্পিত। বিরোধী দলনেতার কনভয় যাচ্ছে, তাও যথেষ্ট পুলিশ মোতায়েন নেই কেন?’’। ঘটনায় তৃণমূল নেতা উদয়নকে সরাসরি তোপ দেগেছেন নিশীথ প্রামাণিক। ‘উদয়ন গুহ প্ল্যানিং করেই এই ঘটনা করিয়েছেন’, অভিযোগ নিশীথের।
আরও পড়ুন: বাংলা দখলের শেষ সুযোগ ২৬ ! কী টোটকা দিলেন অমিত শাহ বঙ্গ নেতাদের?
প্রসঙ্গত, শুভেন্দুর গাড়ির পাশাপাশি হামলা হয়েছে শুভেন্দুর গাড়ির সামনে থাকা পুলিশের গাড়িতেও। সূত্রের খবর, যথেষ্ট পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও সাময়িক ভাবে ঠেকানো যায়নি উত্তেজিত জনতাকে। ঘটনায় তৃণমূল নেতা উদয়ন গুহের এই প্রসঙ্গে জানান, ‘‘যারা বাংলাকে আক্রমণ করবে, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তারা যেখানেই যাবে কালো পতাকা দেখানো হবে, বিক্ষোভ হবে।’’
