TRENDING:

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের

Last Updated:

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ‍্য করে হামলার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ‍্য করে হামলার অভিযোগ। শুভেন্দুর গাড়ি লক্ষ‍্য করে লক্ষ্য করে চোরচোর স্লোগান ওঠে কোচবিহারে। অভিযোগ বিরোধী দলনেতার কনভয় লক্ষ‍্য করে ছোঁড়া হয় ইট, ভেঙে যায় গাড়ির কাঁচ। কোচবিহারে ঢুকেই বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। দেখানো হয় কালো পতাকা। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের
শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের
advertisement

অভিযোগ বিরোধী দলনেতার কনভয় যাওয়ার পর সেই রাস্তার শুদ্ধিকরণ করা হয়। জলপাইগুড়ি পাহাড়পুর জাতীয় সড়কে গোবর, গঙ্গাজল ছিটিয়ে জাতীয় সড়ক শুদ্ধ করলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। বিরোধী দলনেতা লক্ষ‍্য করে গো ব‍্যাক স্লোগান ওঠে বলেই অভিযোগ।

আরও পড়ুন: স্নান করতে গিয়ে এতক্ষণ কী করছে মেয়ে? দরজা ভাঙতেই দৃশ‍্য দেখে শিউরে উঠলেন মা! আপনিও করছেন না তো স্নান করতে গিয়ে এই মারাত্মক ভুল? হতে পারে মৃত‍্যুও

advertisement

ঘটনায় পুলিশা গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, ‘‘ এই হামলা পূর্ব পরিকল্পিত। বিরোধী দলনেতার কনভয় যাচ্ছে, তাও যথেষ্ট পুলিশ মোতায়েন নেই কেন?’’। ঘটনায় তৃণমূল নেতা উদয়নকে সরাসরি তোপ দেগেছেন নিশীথ প্রামাণিক। ‘উদয়ন গুহ প্ল‍্যানিং করেই এই ঘটনা করিয়েছেন’, অভিযোগ নিশীথের।

আরও পড়ুন: বাংলা দখলের শেষ সুযোগ ২৬ ! কী টোটকা দিলেন অমিত শাহ বঙ্গ নেতাদের?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রসঙ্গত, শুভেন্দুর গাড়ির পাশাপাশি হামলা হয়েছে শুভেন্দুর গাড়ির সামনে থাকা পুলিশের গাড়িতেও। সূত্রের খবর, যথেষ্ট পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও সাময়িক ভাবে ঠেকানো যায়নি উত্তেজিত জনতাকে। ঘটনায় তৃণমূল নেতা উদয়ন গুহের এই প্রসঙ্গে জানান, ‘‘যারা বাংলাকে আক্রমণ করবে, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তারা যেখানেই যাবে কালো পতাকা দেখানো হবে, বিক্ষোভ হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল