TRENDING:

LIVE: গেরুয়া শিবিরের হ্যাটট্রিক, দার্জিলিংয়ে জয়ী বিজেপির রাজু সিং বিস্তা

Last Updated:

গণনার শুরু থেকেই আজ দার্জিলিং কেন্দ্রে অনেকটাই এগিয়ে ছিলেন বিস্তা । বিজেপিকে সমর্থন করেছিল জি এন এল এফ ও বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: দার্জিলিংয়ে ফের গেরুয়া ঝড় ৷ জয়ী রাজু সিং বিস্তা ৷ মোট ৫,২৭,৩৭৫ ভোট পেয়ে জয়ী হলেন রাজু ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অমর সিং রাইয়ের থেকে ৩ লক্ষ ২২ হাজার ভোট বেশি পেয়েছেন রাজু সিং ৷
advertisement

২০১৪ সালে দার্জিলিংয় থেকে এস এস আহলুওয়ালিয়া ও ২০০৯-এ যশবন্ত সিং বিজেপির টিকিটে জিতেছিলেন ৷ এ বছর এস এস আহলুওয়ালিয়াকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী ঘোষণা করার পর দার্জিলিং কেন্দ্রে মণিপুরের রাজু বিস্তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি । গণনার শুরু থেকেই আজ দার্জিলিং কেন্দ্রে অনেকটাই এগিয়ে ছিলেন বিস্তা । বিজেপিকে সমর্থন করেছিল জি এন এল এফ ও বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাজু বিস্তা আর এস এস এর সাথে যুক্ত ছিলেন ১৯৯৬ সাল থেকে ৷ তাঁর বাড়ি মণিপুরে হলেও থাকেন শিলিগুড়ির মাটিগাড়ার কাছে খাপ্রাইলে। জি এন এল এফ ও গুরুং পন্থী গোর্খা জন মুক্তি মোর্চা রাজু বিস্তার নাম প্রস্তাব করলে মেনে নেয় বিজেপি নেতৃত্ব । আর নতুন সেই মুখেই সাফল্য এল দার্জিলিংয়ে ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
LIVE: গেরুয়া শিবিরের হ্যাটট্রিক, দার্জিলিংয়ে জয়ী বিজেপির রাজু সিং বিস্তা