শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদহের সুজাপুর। পুলিশের সঙ্গে ধর্মঘটীদের সংঘর্ষ। পুলিশের গাড়িতে আগুন। পালটা কাঁদানে গ্যাস, রাবার বুলেট পুলিশের। এরই মধ্যে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ভিডিও।
বুধবার এই ভিডিও প্রকাশ্যে আনেন সুজাপুরের বাসিন্দারাই। ভিডিওয় স্পষ্ট, একের পর এক গাড়িতে ভাঙচুর চালাচ্ছেন উর্দিধারীরা। বন্দুকের বাট দিয়ে ভাঙছেন গাড়ির উইন্ডস্ক্রিন।
advertisement
স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
ভিডিওর সত্যতা স্বীকার পুলিশ সুপারের। গাড়ি ভাঙচুরের এই কাজ কয়েকজন কনস্টেবলের। গাড়ি ভাঙচুর ঠিক হয়নি। কনস্টেবলদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন অলোক রাজোরিয়া, পুলিশ সুপার, মালদহ।
পুলিশের গাড়ি ভাঙার ভিডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সুজাপুরে হিংসার জন্য বাম-কংগ্রেসকেই দায়ী করেছে তৃণমূল শিবির। এবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে বিরোধীদের অস্ত্র পুলিশের গাড়ি ভাঙার ভিডিওই।