বিষয়টি জানতে পারার পরই আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ওই পরিযায়ী শ্রমিক অভিযোগ করেছেন, বাঙলি বললেই হরিয়ানায় অনেককে ধরে নিয়ে যাচ্ছে। সেই আতঙ্কে তিনি কার্যত বাংলায় কথা বলা বন্ধ করে দিয়েছেন।
আরও পড়ুন: স্কুল ছুটির পর বাড়ি বাড়ি ফেরেনি মেয়ে! দেড় মাস ধরে নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রী
advertisement
দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন গুরগাঁওয়ে বসবাসরত ওই শ্রমিক। উল্লেখ্য এর আগে ফালাকাটার জটেশ্বরের অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইবুনাল। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এবার এখানকার পরিযায়ী শ্রমিক গুরগাঁও থেকে ভিডিও বার্তায় বাঙালি হিসেবে বিপন্নতার কথা জানাতে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 8:47 PM IST