Minor Girl Missing: স্কুল ছুটির পর বাড়ি বাড়ি ফেরেনি মেয়ে! দেড় মাস ধরে নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রী
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
শহরের স্কুলে পড়তে গিয়েছিল ওই নাবালিকা। কিন্তু ছুটির পর বাড়ি না ফেরায় হন্যে হয়ে চারিদিকে খোঁজা শুরু করে পরিবার। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তাঁরা
মালদহ, জিএম মোমিন: স্কুলে গিয়েছিল মেয়ে, কিন্তু ছুটির পর আর বাড়ি ফেরেনি। মাঝে দেড় মাস পেরিয়ে গিয়েছে এখনও সন্ধান নেই। একাদশ শ্রেণির ছাত্রীর নিখোঁজের ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। ইংরেজবাজারের ঘটনা।
শহরের স্কুলে পড়তে গিয়েছিল ওই নিখোঁজ নাবালিকা। কিন্তু ছুটির পর বাড়ি না ফেরায় হন্যে হয়ে চারিদিকে খোঁজা শুরু করে পরিবার। নিখোঁজ নাবালিকার বাড়ি মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর-১ পঞ্চায়েত এলাকায়। পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগ, মেয়ের সন্ধানে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও কোনও ফল হয়নি। মেয়েকে অপহরণ করে ঝাড়খণ্ডে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
advertisement
আরও পড়ুন: এটাই শিবের গ্রাম? এককে ঘিরে আরও ২৩ ভোলানাথের মন্দির, ইতিহাস বলছে ৯০০ বছর আগে শুরু
মালদহ শহরের একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত ওই নাবালিকা। দেড় মাস আগে স্কুল পড়তে ছুটির পর আর বাড়ি ফেরেনি। দেড় মাস হয়ে গেলেও মেয়ের সন্ধান না মেলায় থানা থেকে শুরু করে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছেও গিয়েছেন বলে নাবালিকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তাঁরা। এই পরিস্থিতিতে পুলিশের সক্রিয় সহযোগিতা চাইছে নিখোঁজ নাবালিকার পরিবার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলতি বছরের গোড়া থেকেই একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেছে জেলায়। এবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও অসহযোগিতার অভিযোগ ওঠায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 8:20 PM IST