কোভিড আক্রান্ত হয়ে গত ৬ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন মাটিগাড়ার একটি বেসরকারী হাসপাতালে। সঙ্গী ছিল মোবাইল ফোন আর গল্পের বই। এভাবেই হাসপাতালের বেডে টানা ১৯ দিন সময় কাটিয়েছেন। মুখ্যমন্ত্রী থেকে অন্য মন্ত্রী, বিরোধী শিবিরের নেতা থেকে দলীয় কর্মীরা নিয়মিত খোঁজখবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেও গতকাল ৭ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান পর্যটনমন্ত্রী। এর আগে দলের জেলা সভাপতি রঞ্জন সরকার আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ফিরে এসছেন।
advertisement
এবারে আক্রান্তের তালিকায় দলের মুখপাত্র বেদব্রত দত্ত। তাঁরও দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি আপাতত একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আক্রান্তের গ্রাফ কিছুতেই নামছে না। প্রতিদিনই প্রচুর সংখ্যায় আক্রান্ত হচ্ছে। শহর, গ্রাম, পাহাড় সর্বত্র একই ছবি। গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড, দার্জিলিংয়ের পাহাড় ও সমতলের চার ব্লক মিলিয়ে নতুন করে আক্রান্ত ১২৪ জন! এর মধ্যে পুর এলাকাতেই একদিনে আক্রান্ত ৮১ জন! খড়িবাড়িতে ৩ জন, মাটিগাড়ায় ১৪ জন, নকশালবাড়িতে ৮ জন এবং ফাঁসিদেওয়ায় ৬ জন আক্রান্ত। পাহাড়ে নতুন করে আক্রান্ত ১২ জন। এদিকে আজ কোভিড জয় করে বাড়ি ফিরেছেন ৩৫ জন।