ওই সময়টা ফেস্টিভ মরসুম। তাই ভ্রমনপিপাসুদের কাছে উত্তরের পর্যটনের প্রসারেই এই আয়োজন। সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলোপমেন্ট এণ্ড নেটওয়ার্ক এবং সি আই আই। ৫ ফেব্রুয়ারি দার্জিলিংয়ের চকবাজারে এর আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। আয়োজন করা হয়েছে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। থাকবে পর্যটনকেন্দ্রীক স্টল। যেখানে হোম স্টে থেকে জিটিএ'র স্টলও থাকবে। মূলত পর্যটকদের কাছে ঘোরার নতুন ঠিকানা সহ সুযোগ, সুবিধের যাবতীয় তথ্য মিলবে ওই কার্ণিভালে। পরদিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি কার্ণিভাল হবে কালিম্পংয়ের ডেলোতে। সেখানেও দিনভর নানান অনুষ্ঠানের পাশাপাশি থাকবে পর্যটন নিয়ে আলোচনা সভাও। আর শেষ হবে গজলডোবার " ভোরের আলোয়"।
advertisement
এখানেও বসবে নানান স্টল। আলোচনা হবে পর্যটনের প্রসার নিয়ে। আজ শিলিগুড়িতে নিজের দপ্তরে এনিয়ে বৈঠক শেষে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। নিউ নর্মালে পর্যটকদের পাহাড় ও ডুয়ার্সমুখী করতেই এই কার্ণিভালের লক্ষ্য। পর্যটন ব্যবসায়ীরা কার্ণিভালের আয়োজনে খুশী। কেননা ধীরে ধীরে ভিড় বাড়ছে পাহাড়, তরাই, ডুয়ার্সের সবুজ গালিচায়। করোনা এবং লকডাউনে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল, তা এত দ্রুত কাটিয়ে তোলা সম্ভব নয় ঠিকই। কিন্তু শিল্পকে পর্যটকদের দুয়ারে পৌঁছে দিতে অনেকটাই সুযোগ এনে দেবে।
