TRENDING:

North Bengal News: সাতসকালে ভাল্লুকের হানা, জারি হল ১৪৪ ধারা, আলিপুরদুয়ারে হুলস্থুল কাণ্ড

Last Updated:

ভাল্লুকটি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক বিপ্লব সরকার৷ ভাল্লুকটিকে খুঁজে বের করে কোণঠাসা করতে নিয়ে আসা হয় কুনকি হাতিও (Bear Seen in Alipurduar)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: জলপাইগুড়ির পর এবারে আলিপুরদুয়ার৷ ফের লোকালয়ে হানা দিল ভাল্লুক (Bear Panic in Alipurduar)৷ ভাল্লুক বেরনোর খবর ছড়িয়ে পড়তেই জারি হল ১৪৪ ধারা৷ শেষ পর্যন্ত অবশ্য ঘুমপাড়ানি গুলি ছুড়ে নিরাপদেই ভাল্লুকটিকে ধরা সম্ভব হয়েছে৷ সবমিলিয়ে ভাল্লুক বেরনোর খবরে এ দিন সকাল থেকেই হুলস্থুল কাণ্ড আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন মাঝেরডাবরি চা বাগানে(North Bengal News)৷
চা বাগান থেকে উদ্ধার করা হয় ভাল্লুকটিকে৷ প্রতীকী ছবি
চা বাগান থেকে উদ্ধার করা হয় ভাল্লুকটিকে৷ প্রতীকী ছবি
advertisement

এ দিন সকালে কাজে যোগ দিতে এসেই মাঝেরডাবরি চা বাগানের কয়েকজন কর্মী বছর তিনেকের ওই ভাল্লুক শাবকটিকে বাগানের মধ্যে দেখতে পান৷ আতঙ্কিত হয়ে বাগানের ম্যানেজারকে বিষয়টি জানান তাঁরা৷ খবর দেওয়া হয় বন দফতরে৷ কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের বাগানের অন্য এলাকায় কাজ করতে পাঠানো হয়৷

আরও পড়ুন: লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফান

advertisement

খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে ঘটনাস্থলে আসেন বন দফতরের আধিকারিক এবং কর্মীরা৷ ভাল্লুকটি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক বিপ্লব সরকার৷ ভাল্লুকটিকে খুঁজে বের করে কোণঠাসা করতে নিয়ে আসা হয় কুনকি হাতিও৷

গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি শুরু করে বন দফতর৷ শেষ পর্যন্ত ভাল্লুকটির দেখা পাওয়ার পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে সেটিকে কাবু করা হয়৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, ভাল্লুকটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন ভুটান পাহাড় সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে৷ কিন্তু এলাকায় ভাল্লুক বেরনোয় আতঙ্কিত চা বাগানের শ্রমিকরাও৷ বাগানে কাজ করতেই ভয় পাচ্ছেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন: হাঁস খেতে এসে জালবন্দি অজগর, চাঞ্চল্য মালবাজারে

কয়েকদিন আগেই জলপাইগুড়ির নাগরাকাটায় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়৷ ভাল্লুকটিকেও পিটিয়ে মারে ক্ষুব্ধ জনতা৷ এর পরেও ওই এলাকায় দু'টি ভাল্লুক দেখা যায়৷ বার বার ভুটান পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে ভাল্লুক চলে আসায় উদ্বিগ্ন পরিবেশকর্মী এবং বন কর্তারাও৷ তাঁদের অনুমান, ভুটান পাহাড়ের জঙ্গলের ভিতরে কোনও রকমের উপদ্রবের কারণেই বার বার লোকালয়ে নেমে আসছে ভাল্লুকগুলি৷

advertisement

বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রতি ভুটান পাহাড়ের জঙ্গলের ভিতরেই কয়েকটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে৷ যা ভাল্লুক নেমে আসার কারণ হতে পারে৷ আবার ভুটান পাহাড়ের জঙ্গলের ভিতরে মানুষের আনাগোণাও বাড়ায় ভাল্লুকরা বিরক্ত হচ্ছে বলেও অনুমান পরিবেশপ্রেমীদের৷ এমনও আশঙ্কা করা হচ্ছে, ভুটান পাহাড়ের জঙ্গলে জঙ্গি সক্রিয়তা বৃদ্ধির কারণেও ভাল্লুকরা লোকলয়ে নেমে আসতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rajkumar Karmakar

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: সাতসকালে ভাল্লুকের হানা, জারি হল ১৪৪ ধারা, আলিপুরদুয়ারে হুলস্থুল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল