TRENDING:

North Bengal News: সাতসকালে ভাল্লুকের হানা, জারি হল ১৪৪ ধারা, আলিপুরদুয়ারে হুলস্থুল কাণ্ড

Last Updated:

ভাল্লুকটি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক বিপ্লব সরকার৷ ভাল্লুকটিকে খুঁজে বের করে কোণঠাসা করতে নিয়ে আসা হয় কুনকি হাতিও (Bear Seen in Alipurduar)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: জলপাইগুড়ির পর এবারে আলিপুরদুয়ার৷ ফের লোকালয়ে হানা দিল ভাল্লুক (Bear Panic in Alipurduar)৷ ভাল্লুক বেরনোর খবর ছড়িয়ে পড়তেই জারি হল ১৪৪ ধারা৷ শেষ পর্যন্ত অবশ্য ঘুমপাড়ানি গুলি ছুড়ে নিরাপদেই ভাল্লুকটিকে ধরা সম্ভব হয়েছে৷ সবমিলিয়ে ভাল্লুক বেরনোর খবরে এ দিন সকাল থেকেই হুলস্থুল কাণ্ড আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন মাঝেরডাবরি চা বাগানে(North Bengal News)৷
চা বাগান থেকে উদ্ধার করা হয় ভাল্লুকটিকে৷ প্রতীকী ছবি
চা বাগান থেকে উদ্ধার করা হয় ভাল্লুকটিকে৷ প্রতীকী ছবি
advertisement

এ দিন সকালে কাজে যোগ দিতে এসেই মাঝেরডাবরি চা বাগানের কয়েকজন কর্মী বছর তিনেকের ওই ভাল্লুক শাবকটিকে বাগানের মধ্যে দেখতে পান৷ আতঙ্কিত হয়ে বাগানের ম্যানেজারকে বিষয়টি জানান তাঁরা৷ খবর দেওয়া হয় বন দফতরে৷ কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের বাগানের অন্য এলাকায় কাজ করতে পাঠানো হয়৷

আরও পড়ুন: লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফান

advertisement

খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে ঘটনাস্থলে আসেন বন দফতরের আধিকারিক এবং কর্মীরা৷ ভাল্লুকটি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক বিপ্লব সরকার৷ ভাল্লুকটিকে খুঁজে বের করে কোণঠাসা করতে নিয়ে আসা হয় কুনকি হাতিও৷

গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি শুরু করে বন দফতর৷ শেষ পর্যন্ত ভাল্লুকটির দেখা পাওয়ার পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে সেটিকে কাবু করা হয়৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, ভাল্লুকটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন ভুটান পাহাড় সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে৷ কিন্তু এলাকায় ভাল্লুক বেরনোয় আতঙ্কিত চা বাগানের শ্রমিকরাও৷ বাগানে কাজ করতেই ভয় পাচ্ছেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন: হাঁস খেতে এসে জালবন্দি অজগর, চাঞ্চল্য মালবাজারে

কয়েকদিন আগেই জলপাইগুড়ির নাগরাকাটায় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়৷ ভাল্লুকটিকেও পিটিয়ে মারে ক্ষুব্ধ জনতা৷ এর পরেও ওই এলাকায় দু'টি ভাল্লুক দেখা যায়৷ বার বার ভুটান পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে ভাল্লুক চলে আসায় উদ্বিগ্ন পরিবেশকর্মী এবং বন কর্তারাও৷ তাঁদের অনুমান, ভুটান পাহাড়ের জঙ্গলের ভিতরে কোনও রকমের উপদ্রবের কারণেই বার বার লোকালয়ে নেমে আসছে ভাল্লুকগুলি৷

advertisement

বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রতি ভুটান পাহাড়ের জঙ্গলের ভিতরেই কয়েকটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে৷ যা ভাল্লুক নেমে আসার কারণ হতে পারে৷ আবার ভুটান পাহাড়ের জঙ্গলের ভিতরে মানুষের আনাগোণাও বাড়ায় ভাল্লুকরা বিরক্ত হচ্ছে বলেও অনুমান পরিবেশপ্রেমীদের৷ এমনও আশঙ্কা করা হচ্ছে, ভুটান পাহাড়ের জঙ্গলে জঙ্গি সক্রিয়তা বৃদ্ধির কারণেও ভাল্লুকরা লোকলয়ে নেমে আসতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rajkumar Karmakar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: সাতসকালে ভাল্লুকের হানা, জারি হল ১৪৪ ধারা, আলিপুরদুয়ারে হুলস্থুল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল