TRENDING:

SIR Hearing: শুনানিতে সপরিবারে ডাক পড়ল বিডিও-র, বিদেশি নাগরিকত্ব নিয়ে শুরু তরজা! সরগরম মেটেলি

Last Updated:

যেখানে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন বিভিন্ন ব্লকের বিডিও-রা, সেখানেই ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী, মেটেলি: রাজ্যে এসআইআর-এর কাজ সম্পন্ন করতে বড় দায়িত্ব পড়েছে বিডিও-দের উপরে৷ কিন্তু এসআইআর শুনানিতে ডাক পড়ল খোদ বিডিও-রই৷ সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে দিতে হল হাজিরা। ২০০২- এর ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়ল লাভার বিডিও ভারতী চিক বড়াইক সহ বাবা, ভাই ও বোনের। যা নিয়ে মেটেলিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

যেখানে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন বিভিন্ন ব্লকের বিডিও-রা, সেখানেই ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ছবি। ঘটনাকে ঘিরে জোর বিতর্ক ও গুঞ্জন শুরু হয়েছে মাটিয়ালি ব্লকের মেটলি এলাকায়।

অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় বিডিও ভারতী চিক বড়াইক, তাঁর পিতা কপিল চিক বড়াইক এবং পরিবারের আরও দুই সদস্যের নাম না থাকায় এসআইআর শুনানিতে চারজনকেই ডাকা হয়েছে। ইতিমধ্যেই বিডিও ভারতী চিক বড়াইক শুনানিতে অংশ নিয়েছেন। সোমবার শুনানিতে হাজির হওয়ার কথা তাঁর বাবা কপিল বরাইক, বোন আরতি চিক বড়াইক এবং ভাই প্রবন চিক বড়াইকের।

advertisement

এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের একাংশের অভিযোগ, বিডিও ভারতী চিক বড়াইক এবং তাঁর পরিবারের সদস্যরা প্রত্যেকে বিদেশি নাগরিক৷ বিরোধীদের দাবি, বিডিওর বাবা ও মা ভুটানের নাগরিক ছিলেন, সেই কারণেই ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না।

এই অভিযোগ ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। একজন ভুটানের নাগরিকের পরিবারের সদস্য কীভাবে ভারতের প্রশাসনিক পদে নিযুক্ত হলেন? তাও আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে, তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা।

advertisement

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিডিও-র পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা ভারতীয় নাগরিক। বহু বছর ধরেই তাঁরা মালবাজার মহকুমার জুরন্তি চা বাগানের বাসিন্দা। পরিবার সূত্রে দাবি, ১৯৯৯ সালে মেটলি হাসপাতাল পাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন তাঁরা এবং ২০০৪ সালে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। তার আগে একাধিকবার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় শিল্প-সংস্কৃতির মিলনমেলা! গান-কবিতায় জমজমাট পিকনিক-কাম-সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও দেখুন

ঘটনাটি নিয়ে প্রশাসনিক মহলে যেমন চর্চা চলছে, তেমনই রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এখন এসআইআর শুনানির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
SIR Hearing: শুনানিতে সপরিবারে ডাক পড়ল বিডিও-র, বিদেশি নাগরিকত্ব নিয়ে শুরু তরজা! সরগরম মেটেলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল