ক্ষৌরকারেরাও নিয়েছে যাবতীয় সতর্কতা। হ্যাণ্ড গ্লাভস, মাস্ক তো রয়েছে। সঙ্গে পিপিই কিট পড়ছেন তাঁরাও। চোখে সাদা চশমা! করোনা মোকাবিলায় যা যা করণীয়, সবই মানা হচ্ছে এই দুই সেলুনে। কলকাতায় এমনই সতর্কতা অবলম্বন করা হয়েছে বেশ কয়েকটি স্যালোঁ এবং বিউটি পার্লারে। এবার তা চালু হল উত্তরের শিলিগুড়িতে। সেলুনের এমন আয়োজনে খুশি যারা আসছেন তারাও। অমিত সূত্রধর, ছোটোন রায়েরা বলছেন, এখানে বেশ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। যা শহরের অন্য সেলুনে দেখা পাওয়া যায়নি। কিন্তু রবীন্দ্রনগরের দুটি সেলুনেই নেওয়া হয়েছে সবরকম স্বাস্থ্য বিধি। আর তাই ক্রেতার সংখ্যা বাড়ছে।
advertisement
ক্ষৌরকার অর্জুন দাস জানান, মারণ করোনার বিরুদ্ধে জিততে হলে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মানতে হবে। তাই মেনেই কাজ করা হচ্ছে। লকডাউনের জেরে ২ মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল সেলুন, বিউটি পার্লার। চতুর্থ দফার লকডাউনের শেষের দিকে সেলুন খোলার অনুমতি দেয় রাজ্য। সেইমতো ধাপে ধাপে শিলিগুড়িতে খোলে সেলুন এবং বিউটি পার্লারের দরজা। তবে বহু সেলুনেই আগের মতো আর ভিড় নেই। কেননা অধিকাংশ সেলুনে ক্ষৌরকারেরা পিপিই কিট ব্যবহার করছে না। বাড়িতেই নিজেরাই সেভিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।